শিলাজিৎ সরকার: ডুরান্ড কাপ (Durand Cup 2023) ফাইনালের পারদ চড়তে শুরু করেছে। স্বপ্নের ফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল (East Bengal) ও মোহনবাগান (Mohun Bagan)। রবিবাসরীয় মেগা ফাইনালের আগে রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করল ইস্টবেঙ্গল।
শুক্রবার সাংবাদিক বৈঠক ডেকে ক্লাবের তরফে জানিয়ে দেওয়া হল, রেফারিং নিয়ে মোটেও খুশি নয় লাল-হলুদ শিবির। মোহনবাগানের নামোল্লেখ না করে, ক্ষোভ প্রকাশ করেন লাল-হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার।
৩ সেপ্টেম্বরের মেগা ফাইনাল যেন সর্বাঙ্গ সুন্দর হয় সেই আবেদন করা হয় ডুরান্ডের আয়োজক কমিটির কাছে। দেবব্রত সরকার বলছেন, ”একটি বিশেষ ক্লাবই বারংবার সুবিধা পেয়ে চলেছে।”
এফসি গোয়ার বিরুদ্ধে সেমিফাইনালে পেনাল্টি থেকে সমতা ফেরায় মোহনবাগান। সেই পেনাল্টির সিদ্ধান্ত নিয়েই যত বিতর্ক। তাছাড়া মুম্বই সিটি এফসির বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালেও অন্যায্য সুবিধা পেয়েছে মোহনবাগান বলে উল্লেখ করেন দেবব্রতবাবু।
তিনি বলেন, ”ডুরান্ড কাপের সেমিফাইনালে সুবিধা পেয়েছে বিশেষ একটি ক্লাব। কোয়ার্টার ফাইনালে মুম্বই সিটি ম্যাচেও সুযোগ সুবিধা পেয়েছে।”
সাংবাদিক বৈঠকে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনের কাটিং তুলে ধরা হয়। বিশেষ করে উল্লেখ করা হয়, এফসি গোয়ার কোচ মানোলো মার্কোয়েজের বক্তব্য। বৃহস্পতিবারের ম্যাচের শেষে এফসি গোয়া রেফারিংয়ের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন মানোলো মার্কোয়েজ। রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশের পাশাপাশি টিকিট নিয়েও উষ্মা প্রকাশ করেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা।
দেবব্রতবাবু জানিয়েছেন, প্রথম ডার্বিতে ডুরান্ড কমিটির পাঠানো টিকিট নেওয়া হয়নি। এবারের ফাইনালের টিকিট তারা নিয়েছেন ঠিকই। কিন্তু আগামিদিনে ডুরান্ড কাপের শর্তাবলী আগে দেখে নেওয়া হবে। তা পছন্সেদ না হলে, আগামিবার থেকে ডুরান্ড কাপে নামবে না ইস্টবেঙ্গল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.