Advertisement
Advertisement
Durand Cup 2023 Kolkata Derby East Bengal Mohun Bagan

Durand Cup Derby 2023: কেমন হতে পারে মেগা ডার্বির দুই দলের প্রথম একাদশ? জানতে পড়ুন

জুয়ান ফেরান্দোর দলের মাঝমাঠের প্রধান ফুটবলার হুগো বুমোস এই মরসুমেও রয়েছেন।

Durand Cup Derby 2023: Probables playing XI of Mohun Bagan and East Bengal। Sangbad Pratidin

দেখে নিন দুই প্রধানের সম্ভাব্য প্রথম একাদশ।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:August 11, 2023 3:25 pm
  • Updated:August 11, 2023 3:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই মরশুমের প্রথম ডার্বি (Kolkata Derby)। স্বভাবতই মোহনবাগান (Mohun Bagan) বনাম ইস্টবেঙ্গলের (East Bengal) ৯০ মিনিটের এই যুদ্ধ নিয়ে সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। মধ্য রাত থেকে লাইন পড়েছে একটা টিকিট পাওয়ার জন্য। ময়দানে (Kolkata Maidan) যেন ফিরে এসেছে সাতের দশক। এটাই তো বাংলার ফুটবল। এটাই বাংলার ফুটবলের আবেগ। ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান যে ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় বিজ্ঞাপন, সেটা ফের শনিবার অর্থাৎ ১২ আগস্ট যুবভারতী ক্রীড়াঙ্গনে বোঝা যাবে।

বঙ্গভঙ্গের এই ম্যাচে কেমন হতে পারে দুই দলের প্রথম একাদশ তাই নিয়ে একটু আলোচনা করা যাক। লাল হলুদের র‌্যাডারে ছিল স্প্য়ানিশ ডিফেন্ডার অ্যান্তোনিও পারদো লুকাস ও অস্ট্রেলিয়ান ডিফেন্ডার জর্ডান এলসি। এদের মধ্যে জর্ডান এলসি এশীয় কোটার ডিফেন্ডার। তিনি দলে যোগ দেওয়ার সঙ্গে দিয়েছেন এবং ডুরান্ড কাপে বাংলাদেশ আর্মির বিরুদ্ধে খেলেছেন।

Advertisement

অ্য়ান্তোনিও পারদো লুকাস স্পেনের দ্বিতীয় ডিভিশনের ক্লাব এনডেনেসেতে খেলছেন। এই ক্লাব সম্প্রতি তৃতীয় ডিভিশন থেকে দ্বিতীয় ডিভিশনে ওঠেন। তবে তিনি স্পেনেই খেলেছেন নিজের কেরিয়ারে। তিনি ক্লাব ফুটবলে মোট ৩৭৪টি ম্যাচ খেলেছেন। ফলে তাঁর অভিজ্ঞতাটাকে কাজে লাগাতে চান লাল-হলুদের নতুন হেড কোচ কার্লোস কুয়াদ্রাত। এদিকে শোনা যাচ্ছে মোহনবাগানের বিরুদ্ধে শুরু থেকেই খেলতে পারেন ক্রেসপো এবং সিভেরীও।

[আরও পড়ুন: কোমরে পিস্তল, নেটে মুম্বই পুলিশ অফিসারের আগুনে পেস বোলিং! ভাইরাল হল ভিডিও]

এরা ভারতীয় ফুটবলে চেনা মুখ। এছাড়াও কোটি টাকার গোলকিপার প্রভসুখন গিল ইস্টবেঙ্গলকে ভরসা দিয়েছেন। বলতে হবে তরুণ ফুটবলার মহেশ সিং এবং অভিজ্ঞ মন্দার রাও দেশাইয়ের কথা। খাবরা এবং স্পেনের বোরহা ইস্টবেঙ্গলের সম্পদ হতে পারেন। তেমনই মোহনবাগানের জার্সিতে সুহেল ভাট, অনিরুদ্ধ থাপা, আনোয়ার, গ্লেন মার্টিনস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন ইস্টবেঙ্গলের বিপক্ষে।

এদিকে জুয়ান ফেরান্দোর দলের মাঝমাঠের প্রধান ফুটবলার হুগো বুমোস এই মরসুমেও রয়েছেন। তাঁর দলবদলের জল্পনা শোনা গেলেও শেষ পর্যন্ত সবুজ-মেরুনেই থেকে গিয়েছেন তিনি। এখন ভারতীয় ফুটবলে যত বিদেশি মিডফিল্ডার রয়েছেন তাঁদের মধ্যে অন্যতম সেরা বুমোস। ভারতীয় ফুটবলে দীর্ঘ দিন ধরে খেলছেন। যেমন ডিফেন্স চেরা পাস বাড়াতে পারেন, তেমনই গোল করতে পারেন। এ বার ডুরান্ডে একটি গোল হয়েও গিয়েছে তাঁর।

এই মরসুমে বুমোস পাশে পাবেন অনিরুদ্ধ থাপাকে। ইগর স্তিমাচের ভারতীয় দলেও মাঝমাঠে খেলেন থাপা। মাঝমাঠকে আরও শক্তিশালী করতেই তাঁকে দলে নিয়েছে বাগান। এই দু’জন ডার্বিতে দলের খেলা পরিচালনা করবেন।

দলের দুই উইঙ্গারের ভূমিকায় দেখা যাবে লিস্টন কোলাসো ও সাহাল আব্দুল সামাদকে। লিস্টন এই মরসুমে ছন্দে রয়েছেন। ডুরান্ডের প্রথম দুই ম্যাচে সেটা দেখা গিয়েছে। বাঁ প্রান্ত ধরে আক্রমণের দায়িত্ব থাকবে তাঁর হাতে। গোলও করতে পারেন। ডান প্রান্তে থাকবেন সাহাল। ভারতীয় দলের আরও এক তরুণ ফুটবলার। তিনিও জাতীয় দলে নিয়মিত।

[আরও পড়ুন: Virat Kohli Class 10 Marksheet: বিরাটের মাধ্যমিকের মার্কশিট ভাইরাল, এরপর কী হল…..?]

এছাড়া আশিক কুরুনিয়ানও রয়েছেন দলে। লিস্টন এত ভাল খেলছেন যে আশিক সুযোগ পাচ্ছেন না। তবে পরিবর্ত হিসাবে তাঁকে দেখা যেতে পারে। চার মিডফিল্ডারের ঠিক পিছনে ব্লকার হিসাবে খেলানো হতে পারে গ্লেন মার্টিন্সকে।

বিশ্বকাপার জেসন কামিংস দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করলেও তাকে একটিও ম্যাচ খেলানো হয়নি। সরাসরি ডার্বিতে নামিয়ে চমক দেওয়া হতে পারে। সব মিলিয়ে বলা কঠিন কোন দল কেমন প্রথম একাদশ সাজাবে। তবে বাঙালির মর্যাদার ডার্বি যুদ্ধে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ।

ইস্টবেঙ্গলের সম্ভাব্য একাদশ

প্রভসুখন গিল ( গোলকিপার ), জর্ডান এলসেই, জোস অ্যান্তোনিও পেদ্র লুকাস, গুরসিমরত সিং, হরমনজ্যোত সিং খাবরা, সাউল ক্রেসপো, নাওরেম মহেশ সিং, নন্দকুমার শেকার, ভানলাল পেকা, জ্যাভিয়ের সীভেরিও, ক্লেটন সিলভা

মোহনবাগানের সম্ভাব্য একাদশ

বিশাল কাইথ ( গোলকিপার), আশিস রাই, আনোয়ার আলী, ব্রেন্ডন হ্যামিল, শুভাশিস বোস, গ্লেন মার্টিন্স, অনিরুদ্ধ থাপা, হুগো বুমোস , লিস্টন কোলাসো, সাহাল আব্দুল সামাদ, জেসন কামিংস

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement