সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলার ফুটবল মরশুম শুরু হয়েছে কলকাতা লিগ দিয়ে। কিন্তু কলকাতা লিগে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুই প্রধানকে রাখা হয়েছে আলাদা গ্রুপে। ফলে কলকাতা লিগে আদৌ ডার্বি দেখা যাবে কিনা সংশয় রয়েছে। তবে ডুরান্ডে সম্ভবত এক গ্রুপে থাকছে লাল-হলুদ এবং সবুজ-মেরুন। শতাব্দীপ্রাচীন ওই টুর্নামেন্টেই এই মরশুমে প্রথমবার মুখোমুখি হবে দুই প্রধান।
২৭ বছর পর ফের ডুরান্ড কাপে (Durand Cup) খেলতে আসছে কোনও বিদেশি দল। একটা নয়, তিন-তিনটে বিদেশি দল অংশ নেবে প্রতিযোগিতার ১৩২তম সংস্করণে। সব মিলিয়ে ২৪ দলকে নিয়ে হবে এবারের ডুরান্ড। তিন বিদেশি দলের পাশাপাশি যোগ দেবে ভারতীয় সেনার তিন দল- আর্মি, নেভি এবং এয়ারফোর্স। খেলবে ইস্টবেঙ্গল (East Bengal), মোহনবাগান-সহ (Mohun Bagan) আইএসএলের (ISL) ১২ দলই। আই লিগ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে মহামেডান স্পোর্টিং, গোকুলাম কেরল, রাজস্থান ইউনাইটেড, দিল্লি এফসি ও শিলং লাজংকে। এছাড়াও খেলবে অসমের ক্লাব বোড়োল্যান্ড এফসি।
এই ২৪টি দলকে ভাগ করা হবে ৬ গ্রুপে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও দুই সেরা রানার্স দল যাবে কোয়ার্টার ফাইনালে। কলকাতা, গুয়াহাটি, কোকরাঝাড় ও শিলংয়ে ম্যাচ হবে। এরমধ্যে কলকাতায় খেলবে তিনটি গ্রুপ। টুর্নামেন্টের সূচি এখনও ঘোষণা হয়নি। বাকি তিন কেন্দ্রে হবে একটি করে গ্রুপের ম্যাচ। তবে সূত্রের খবর, ৩ আগস্ট শুরু হবে ডুরান্ড। ফাইনাল ৩ সেপ্টেম্বর।
আর মরশুমের প্রথম ডার্বি হতে পারে ১১ আগস্ট। অর্থাৎ স্বাধীনতা দিবসের আগেই প্রথম ডার্বির স্বাদ পাবে বাঙালি। ইস্ট-মোহনের লড়াই এমনিতেই আবেগ, উদ্দীপনা, উন্মদনায় ফুটবলপ্রেমী বাঙালিকে জড়িয়ে রাখে। তবে গত কয়েক মরশুমে একের পর এক একপেশে ডার্বির সাক্ষী থেকেছে ময়দান। তবে নতুন মরশুমে নতুন দল নিয়ে আশাবাদী লাল-হলুদ শিবির। ডার্বির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দুই দলের সমর্থকরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.