Advertisement
Advertisement
Durand Cup

ডুরান্ডে আজ মোহনবাগানের সামনে মুম্বইয়ের শক্ত গাঁট, সমর্থকদের ধৈর্য ধরতে বললেন ফেরান্দো

মোহনবাগানের জন্য এটি কার্যত মরণ-বাঁচন ম্যাচ।

Durand Cup: ATK Mohun Bagan to face Mumbai City FC | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:August 24, 2022 1:46 pm
  • Updated:August 24, 2022 1:46 pm  

স্টাফ রিপোর্টার: ডুরান্ড অভিযানের শুরুতেই অপ্রত্যাশিত হার। রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে ভরাডুবি যেন হঠাৎই গুমোট মেঘ ছড়িয়ে দিয়েছে মোহনবাগানের (Mohun Bagan) ভাগ্যাকাশে। সেই পরিস্থিতির মধ্যেই বুধবার মুম্বই সিটি এফসির বিরুদ্ধে মাঠে নামছে সবুজ-মেরুন।

আইএসএলের (ISL) মঞ্চে মোহনবাগানের শক্ত গাঁট হিসেবে যথেষ্ট সুবিদিত মুম্বই। তাদের বিরুদ্ধে বুধবার জুয়ান ফেরান্দোর (Juan Ferrando) লড়াই কার্যত ‘ডু অর ডাই’। প্রতিযোগিতায় টিঁকে থাকতে হলে জিততেই হবে মোহনবাগানকে। তবে রাজস্থান ম্যাচে হারে বিচলিত নন সবুজ-মেরুনের স্প্যানিশ কোচ। মুম্বই ম্যাচের আগের দিন সেই প্রসঙ্গে ফেরান্দো বলেন, “প্রথম ম্যাচে অপ্রত্যাশিত হারের পর সদস্য, সমর্থকদের মতো আমিও কষ্ট পেয়েছি। তবে হতাশ নই। বরং ইতিবাচক অনেক কিছু খুঁজে পেয়েছি। তারমধ্যে অন্যতম হল, আমরা প্রচুর গোলের সুযোগ তৈরি করেছি। সেগুলো হলে ম্যাচের ফল ৬-০ কিংবা ৭-১ হতেই পারত। কিছু সামান্য ভুলে আমরা গোল হজম করেছি। অনুশীলনে সেই ভুল শুধরে নেওয়ার চেষ্টা আমরা করেছি। গোল করা ও আটকানো দু’জায়গায় আমাদের উন্নতির প্রয়োজন।”

[আরও পড়ুন: আসানসোল আদালতে যাওয়ার পথে শক্তিগড়ে প্রাতঃরাশ সারলেন অনুব্রত মণ্ডল, কী খেলেন?]

মুম্বই (Mumbai City FC) ম্যাচের আগে সবুজ-মেরুন সমর্থকদের ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন মোহনবাগান কোচ। ফেরান্দোর কথায়, “মুম্বই সিটি এফসি পুরো শক্তি নিয়ে খেলছে। লিগের প্রথম ম্যাচে ওরা বড় ব্যবধানে জিতেছে। তবে আমার দলও প্রস্তুত। ফুটবলারদের মানসিকতা আমি জানি। গত এএফসি কাপে (AFC Cup) সেই লড়াকু মনোভাবের পরিচয় তারা দিয়েছে। আমার বিশ্বাস, গোলের প্রচুর সুযোগ আসবে, সেগুলো কাজে লাগাতে হবে। আসলে মরশুম সবে শুরু হয়েছে। দলকে সংগঠিত হতে একটু সময় দেওয়া দরকার। সমর্থকদের উদ্দেশে বলব, একটু ধৈর্য ধরুন। নতুন বিদেশি ও স্বদেশী ফুটবলারদের দলের সঙ্গে একটু মানিয়ে নেওয়ার সময় দিন।”

[আরও পড়ুন: রাস্তার মাঝখানে Zomato কর্মীকে জুতোপেটা তরুণীর! ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক তুঙ্গে]

ডুরান্ড কাপের আসরকে এখনও যে তিনি পরীক্ষা-নিরীক্ষার মঞ্চ হিসেবেই দেখছেন, ফেরান্দোর কথাতেই পরিষ্কার। তাঁর কথায়, “জুনিয়ার প্লেয়ারদের খেলিয়ে কোনও ভুল করছি না। ভবিষ্যতের কথা ভেবে ওদের তৈরি করতে হবে। প্রতিশ্রুতিমান ফুটবলার তুলে না আনলে তা ভারতীয় ফুটবলেরই ক্ষতি। পরের টুর্নামেন্টগুলিতে দলের রিজার্ভ বেঞ্চ তৈরি করতে এই পরীক্ষার প্রক্রিয়া চলবে। এএফসি কাপ, আইএসএল ও সুপার কাপের (Super Cup) মতো আসরে পরীক্ষার সুযোগ অনেক কম।”

ডুরান্ড কাপ
মোহনবাগান – মুম্বই সিটি এফসি,
যুবভারতী, সন্ধে ৬টা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement