Advertisement
Advertisement

Breaking News

Durand Cup

ঘরের মাঠে হার লাজংয়ের, দুই পাহাড়ি ক্লাবের লড়াইয়ে ডুরান্ডের ফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেড

শিলং লাজংকে ৩-০ গোলে হারাল নর্থ ইস্ট ইউনাইটেড।

Durand Cup 2024: Northeast United beats Shillong Lajong in Durand Cup Semifinal
Published by: Arpan Das
  • Posted:August 26, 2024 7:40 pm
  • Updated:August 26, 2024 9:00 pm  

নর্থ ইস্ট ইউনাইটেড ৩ (থোই, আজারাই, পার্থিব)
শিলং লাজং ০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:
থেমে গেল শিলং লাজংয়ের লড়াই। ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়ে চমকে দিয়েছিল তারা। কিন্তু সেমিফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে ৩-০ গোলে হেরে গেল তারা। দুই পাহাড়ি দলের লড়াইয়ে শেষ হাসি হাসল আইএসএলের ক্লাব। নর্থ ইস্টের হয়ে গোল করেন থোই সিং, আজারাই ও পার্থিব গোগোই।

এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণ চালিয়ে যায় নর্থ ইস্ট। দুই প্রান্ত থেকে লাজং ডিফেন্সকে বার বার ব্যস্ত করছিলেন জিতিন, থোইরা। যার সুফল মিলল ম্যাচের ১৩ মিনিটেই। বাঁদিক থেকে দ্রুত গতিতে বল নিয়ে ঢুকে ক্রস করেছিলেন দীনেশ। ডিফেন্ডারকে কাঁধে নিয়ে বলের মুখ ঘুরিয়ে জালে জড়িয়ে দেন থোই। ৩৩ মিনিটে দ্বিতীয় গোল করেন আজারাই। মাঝমাঠ থেকে নেস্তরের বল দুরন্ত রিসিভ করেন তিনি। প্রথম প্রচেষ্টায় বল বারে লেগে ফিরে আসে। দ্বিতীয় চেষ্টায় ফাঁকা গোলে বল ঠেলে দেন আজারাই। ম্যাচের তৃতীয় গোলটি আসে খেলার শেষ দিকে। বাঁদিক থেকে একক দক্ষতায় বল নিয়ে ঢুকে গোল করে যান পার্থিব।

Advertisement

[আরও পড়ুন: ডার্বি বাতিলের পর মোহনবাগান ম্যাচ ঘিরে তৎপর পুলিশ, যুবভারতীতে টিফো নিয়ে প্রবেশ নিষেধ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement