Advertisement
Advertisement

Breaking News

Durand Cup 2024

মোলিনার সামনে ডার্বির ‘ড্রেস রিহার্সাল’, জেমিকে ছাড়া এয়ারফোর্সের বিরুদ্ধে নামছে মোহনবাগান

'সেরাটা দেওয়ার চেষ্টা করব', বার্তা সবুজ-মেরুন কোচের।

Durand Cup 2024: Mohun Bagan will face Indian Airforce in Durand Cup

প্র্যাকটিসে সাহাল, আশিস রাই। ছবি: মোহনবাগান সোশাল মিডিয়া।

Published by: Arpan Das
  • Posted:August 8, 2024 1:43 pm
  • Updated:August 8, 2024 3:34 pm  

স্টাফ রিপোর্টার : ডুরান্ডের (Durand Cup 2024) প্রথম ম্যাচে মোহনবাগানের একমাত্র বিদেশি ছিলেন টম অলড্রেড। দু’দিনের প্রস্তুতিতেই ডুরান্ডের প্রথম ম্যাচ খেলতে নেমে সমর্থকদের মন জিতে নিয়েছিলেন টম অলড্রেড। ডাউনটাউনের বিরুদ্ধে সেই ম্যাচে সুহেল ভাটের গোলে জিতেছিল মোহনবাগান (Mohun Bagan)। কোচ হিসাবে বেঞ্চে ছিলেন বাস্তব রায়। বৃহস্পতিবার ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে বাস্তবের বদলে কোচের চেয়ারে থাকবেন জোস মোলিনা। এই ম্যাচের পরের ম্যাচটাই ডার্বি। সেই দিক থেকে মোলিনার কাছে ডার্বির ড্রেস রিহার্সালও বলা যেতে পারে।

[আরও পড়ুন: বড় পুরুষাঙ্গের জন্য হাতছাড়া অলিম্পিক পদক, এবার পর্ন ওয়েবসাইটের বিরাট প্রস্তাব অ্যাথলিটকে]

কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রতিপক্ষ খুব শক্তিশালী না হলেও এই ম্যাচে মোহনবাগানের প্রথম একাদশে কোন বিদেশিরা খেলবেন সেটা বড় প্রশ্ন। এখনও পর্যন্ত দিমিত্রি পেত্রাতোস দলের সঙ্গে যোগ দেননি। জেমি ম্যাকলারেন যোগ দিলেও তিনি ঘাড়ে চোট পেয়েছেন। গত দু দিন ঠিক করে অনুশীলনও করতে পারেননি। বৃহস্পতিবার এয়ারফোর্সের বিরুদ্ধে তিনি যে খেলতে পারবেন না, তা একপ্রকার স্বীকারই করে নিলেন মোলিনা। এদিন মোহনবাগান কোচ বলেন, “দিমি এখনও নেই। গ্রেগ দুটো ট্রেনিং সেশন পেয়েছে। ম্যাকলারেনের ঘাড়ে চোট। ও কালকের ম্যাচে থাকবে না। টম থাকবে। গ্রেগ দুটো সেশন অনুশীলন করলেও থাকবে, এখনও পর্যন্ত আটটা ট্রেনিং সেশন পেয়েছি।” গত মরশুমে চোটের জন্য খেলতে পারেননি আশিক কুরুনিয়ান। এই মরশুমে সিনিয়র দলের সঙ্গে যোগ দেওয়ার অনেক আগে থেকেই কলকাতা লিগের দলের সঙ্গে অনুশীলন করতে শুরু করে দিয়েছিলেন আশিক। আশা করা যাচ্ছে এই ডুরান্ডেই আবার তাঁকে খেলতে দেখা যাবে। দশ দিনের মধ্যে আবার আটটি ট্রেনিং সেশন পেয়েছেন কামিংসরা। দশদিন একটা দল তৈরির জন্য পর্যাপ্ত নয় জানালেও, তা নিয়ে কোনও রকম অজুহাত দিতে চান না এই স্প্যানিশ কোচ। এদিন আশার কথা শোনা গেল মোলিনার গলায়, “একটা দল তৈরি হওয়ার জন্য এই সময়টা পর্যাপ্ত নয়। তবুও এটা নিয়ে ভাবছি না। আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করব।”

Advertisement

[আরও পড়ুন: লক্ষ্য অলিম্পিকে দ্বিতীয় সোনা, ইতিহাস সৃষ্টির সামনে দাঁড়িয়ে ‘সতর্ক’ নীরজ

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement