Advertisement
Advertisement

Breaking News

Mohun Bagan

ডুরান্ড সেমিতে মোহনবাগানের সামনে বেঙ্গালুরু, জেমি-আশিককে ছাড়াই সুনীল-যুদ্ধে সবুজ-মেরুন

বেঙ্গালুরু ম্যাচকে 'অলিখিত ফাইনাল' ভাবতে রাজি হন মোহনবাগানের কোচ মোলিনা।

Durand Cup 2024: Mohun Bagan will face Bengaluru FC in Durand Cup semifinal

প্র্যাকটিসে কামিন্স।

Published by: Arpan Das
  • Posted:August 27, 2024 10:34 am
  • Updated:August 27, 2024 10:34 am  

স্টাফ রিপোর্টার: ফের যুবভারতীতে ফিরছে ফুটবল। তবে মঙ্গলবার ডুরান্ড সেমিফাইনালে মোহনবাগান-বেঙ্গালুরু এফসি ম্যাচকে ঘিরে যাতে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য পুলিশের পক্ষ থেকেও প্রস্তুতি তুঙ্গে। আর সেই প্রস্তুতির অঙ্গ হিসেবেই বিধাননগর পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, মোহনবাগান-বেঙ্গালুরু ম্যাচে ‘টিফো’, ‘ড্রাম’, ‘স্মোক ক্যান্ডেল’, সহ কোনও রকম জ্বালানি দ্রব্য নিয়ে যুবভারতীর গ্যালারিতে প্রবেশ করা যাবে না।
গ্যালারির বিষয় নিয়ে অবশ্য কোনওরকম মাথাব্যথা নেই মোহনবাগান শিবিরে। সবুজ-মেরুন ফুটবলারদের একটাই লক্ষ্য, বেঙ্গালুরুকে হারিয়ে ফাইনালে গিয়ে সমর্থকদের মুখে হাসি ফোটানো। আর তার জন্য এদিন বিকেলে প্র্যাকটিসেও নিজেদের সেরাটা দিলেন ফুটবলাররা। তবে সেমিফাইনাল ম্যাচে খেলতে নামার আগে সমস্যা পিছু ছাড়ছে না সবুজ-মেরুন শিবিরকে। কোচ জোস মোলিনা এদিন সাংবাদিক সম্মেলনে পরিষ্কার জানিয়ে দেন, মঙ্গলবারের ম্যাচে জেমি ম্যাকলারেন এবং আশিক কুরুনিয়ানকে পাওয়ার সম্ভাবনাই নেই। কবে এই দুই ফুটবলারকে ম্যাচের জন্য পাওয়া সম্ভব হবে, তা-ও জানেন না মোহনবাগান কোচ। পুরো বিষয়টাই ঠেলে দিয়েছেন ডাক্তারের কোর্টে। জেমি আর আশিক নেই। তার মানে যে পুরো দলটা নব্বই মিনিট খেলার জন্য তৈরি নয়, এরকম নয়। দিমিত্রি আর কামিংসের কথা বলতে গিয়ে মোহনবাগান কোচ বলছিলেন, ‘‘দিমিত্রি, কামিংস খেলবে। কিন্তু নব্বই মিনিট খেলার জায়গায় নেই। তবে শুধু এই দু’জন ফুটবলারই নয়। বাকিরাও নব্বই মিনিট খেলার জায়গায় নেই। আসলে একটা দল ম্যাচ খেলার মতো জায়গায় পৌঁছতে কম করে ছ’সপ্তাহ নেয়। সেখানে আমার ছেলেরা এখনও পর্যন্ত চার সপ্তাহ প্র্যাকটিস করার সময় পেয়েছে। ফলে পুরো দলটা এখনও নব্বই মিনিট এক ছন্দে খেলার জায়গায় যায়নি। তবে বেঙ্গালুরুকে হারিয়ে আমরা অবশ্যই ফাইনালে যাওয়ার চেষ্টা করব।’’

[আরও পড়ুন: ঘরোয়া টুর্নামেন্টের সেরা ক্রিকেটারদের জন্য চালু আর্থিক পুরস্কার, বড় ঘোষণা জয় শাহর]

মোহনবাগান আর বেঙ্গালুরু মিলিয়ে দু’দলে জাতীয় দলের ফুটবলারের সংখ্যা ১৩। তাহলে মঙ্গলবারের সেমিফাইনাল ম্যাচটাই কি অলিখিত ফাইনাল ম্যাচ? মোলিনা বললেন, ‘‘আমি জানি, মঙ্গলবারের ম্যাচটা সেমিফাইনাল ম্যাচ। এই ম্যাচটা জেতার পর ফাইনালে খেলার সুযোগ পাব। তাহলে বেঙ্গালুরু ম্যাচটাকে হঠাৎ করে ফাইনাল ম্যাচ ভাবতে যাব কেন? আমাদের জন্য শুধুই সেমিফাইনাল ম্যাচ।’’

Advertisement

[আরও পড়ুন: টেস্টে হেরেও রক্ষা নেই পাকিস্তানের! পয়েন্ট খোয়ালেন বাবররা, শাস্তি পেল বাংলাদেশও]

কোয়ার্টার ফাইনালে পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলার সময় প্রথম দলে অনেকগুলি পরিবর্তন এনেছিলেন মোলিনা। মঙ্গলবারের ম্যাচেও কি প্রথম একাদশে পরিবর্তন আসতে পারে? মোহনবাগান কোচ এই প্রসঙ্গে সোজাসুজি জানিয়ে দিয়েছেন, তাঁর দলে প্রথম একাদশে কেউ নিশ্চিত নন। ‘‘যে ২৫-২৬ জন দলে রয়েছে, প্রত্যেকেই প্রথম একাদশে খেলার মতো জায়গায় রয়েছে। ফলে প্রয়োজন হলে প্রথম একাদশে ফুটবলারদের নাম বদলে যাবে।’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement