Advertisement
Advertisement
Mohun Bagan

দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে কষ্টের জয়, ৩ পয়েন্ট দিয়েই ডুরান্ড শুরু মোহনবাগানের

ভাঙাচোরা দল নিয়ে কাশ্মীরের অনামী ক্লাব ডাউনটাউন হিরোজকে কোনওক্রমে ১-০ গোলে হারাল সবুজ-মেরুন শিবির।

Durand Cup 2024: Mohun Bagan starts campaign with a win
Published by: Subhajit Mandal
  • Posted:July 27, 2024 7:59 pm
  • Updated:July 27, 2024 8:10 pm

মোহনবাগান: ১ (সুহেল)
ডাউনটাউন হিরোজ: ০

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জয় দিয়েই ডুরান্ড কাপের অভিযান শুরু করল গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান। ভাঙাচোরা দল নিয়ে কাশ্মীরের অনামী ক্লাব ডাউনটাউন হিরোজকে কোনওক্রমে ১-০ গোলে হারাল সবুজ-মেরুন শিবির। মোহনবাগানের হয়ে একমাত্র গোলটি করলেন কাশ্মীরেরই ছেলে সুহেল।

Advertisement

মোহনবাগান (Mohun Bagan) ডুরান্ডে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে। কিন্তু গতবার যে দল চ্যাম্পিয়ন হয়েছিল, শক্তি-দুর্বলতার নিরিখে সে দলের ধারেকাছে নেই এই মোহনবাগান। সিনিয়র ফুটবলাররা এখনও দলে যোগ দেননি। বিদেশিদের মধ্যে এসেছেন শুধু টম অলড্রেড। তাঁকে রক্ষণের কেন্দ্রে রেখেই এদিন দল সাজিয়েছিলেন কোচ বাস্তব রায়। কলকাতা লিগে (Calcutta Football League) যে দল খেলছে, এদিন ডুরান্ডের প্রথম ম্যাচেও কমবেশি সেই দলই নামান বাস্তব। কলকাতা লিগে এই মুহূর্তে মোহনবাগানের পারফরম্যান্স ভালো নয়। লিগ টেবিলের নবম স্থানে রয়েছে তারা। ডুরান্ডের প্রথম ম্যাচেও তার অন্যথা হল না।

[আরও পড়ুন: কোপার চোট ভোগাচ্ছে মেসিকে, প্রত্যাবর্তনের দিনতারিখ গোপন রাখা হচ্ছে]

যে ফুটবল মোহনবাগান খেলল সেটা একেবারেই মোহনবাগানোচিত নয়। একঝাঁক তরুণ ফুটবলারদের নিয়ে ডুরান্ড কাপ খেলতে এসেছে ডাউনটাউন। কাশ্মীরের অনামী ক্লাবটি বেশ ভালোই বেগ দিল সবুজ-মেরুনকে। তুল্যমূল্য বিচারে ম্যাচের প্রথমার্ধে খানিকটা এগিয়ে ছিল ডাউনটাউনই (Down town Heros)। কিন্তু আক্রমণ গড়ে তুললেও ফিনিশ করতে পারেননি তরুণ ফুটবলাররা। যার খেসারত দিতে হল কাশ্মীরের ক্লাবটিকে। দ্বিতীয়ার্ধে সুহেলের করা একমাত্র গোলে ম্যাচ জিতে নিল সবুজ-মেরুন শিবির।

[আরও পড়ুন: অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে জায়গা হল না নাইজেরিয়ার মহিলা বাস্কেটবল দলের]

সুযোগ অবশ্য মোহনবাগানও পেয়েছে। কিন্তু সিনিয়র ফুটবলারদের অনুপস্থিতিতে দলের আক্রমণভাগ যে কতটা ভোঁতা সেটা বারবার বোঝা যাচ্ছিল ফাইনাল থার্ডে রানা, টাইসনদের আটকে যাওয়া দেখেই। দুর্বল দলের বিরুদ্ধে গোল করতেই সবুজ-মেরুনকে অপেক্ষা করতে হল ম্যাচের ৭৩ মিনিট পর্যন্ত। ডান দিক থেকে বাড়ানো বলে পা ছুঁইয়ে জালে জড়ালেন সুহেল। সেটিই ম্যাচের একমাত্র গোল। পারফরম্যান্স যাই হোক, ভাঙাচোরা দল নিয়ে ডুরান্ডের প্রথম ম্যাচে যে জয় এসেছে সেটাই স্বস্তি দেবে সবুজ-মেরুন শিবিরকে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement