Advertisement
Advertisement

Breaking News

Durand Cup

ঘোষিত ডুরান্ড কাপের সূচি, তিন প্রধানের ম্যাচ কবে?

১৮ আগস্ট যুবভারতীতে মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল।

Durand Cup 2024 full fixture announced
Published by: Arpan Das
  • Posted:July 12, 2024 6:55 pm
  • Updated:July 12, 2024 7:30 pm  

শিলাজিৎ সরকার: ডুরান্ড কাপে একই গ্রুপে মোহনবাগান-ইস্টবেঙ্গল। ১৮ আগস্ট মুখোমুখি দুই প্রধান। ডুরান্ড ডার্বি নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করছে। ২৭ জুলাই বল গড়াচ্ছে ডুরান্ড কাপের (Durand Cup)। ঐতিহ্যশালী টুর্নামেন্ট এবার পা দিচ্ছে ১৩৩ বছরে। এবার প্রকাশ্যে এল গ্রুপ পর্বের সূচি।

গ্রুপ ‘এ’-তে একই গ্রুপে আছে দুই প্রধান। সেই গ্রুপেই রয়েছে ইন্ডিয়ান এয়ার ফোর্স, ডাউনটাউন হিরোজ। ডুরান্ডের প্রথম দিনই নামছে সবুজ-মেরুন বাহিনী। যুবভারতীতে তাঁদের প্রতিপক্ষ ডাউনটাউন হিরোজ। সন্ধ্যা ৬টায় নামবে মোহনবাগান (Mohun Bagan)। তাদের দ্বিতীয় ম্যাচ ৮ আগস্ট ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে। যুবভারতীতে সেই ম্যাচ শুরু হবে বিকেল ৪টে থেকে।

Advertisement

[আরও পড়ুন: মোহনবাগানের সঙ্গে লোন চুক্তি বাতিল, ফেডারেশনকে চিঠি আনোয়ারের]

অন্যদিকে লাল-হলুদ বাহিনীর প্রথম ম্যাচ ২৯ জুলাই। যুবভারতীতে ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে ম্যাচের বল গড়াবে সন্ধ্যা ৭টায়। পরের ম্যাচে ইস্টবেঙ্গলের (East Bengal) সামনে ডাউনটাউন হিরোজ। ৭ আগস্ট কিশোর ভারতীতে ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়। আর ১৮ আগস্ট সেই চিরপ্রতীক্ষিত ডার্বি। সন্ধ্যা ৭টায় যুবভারতীতে বড় ম্যাচের উত্তেজনা ছড়িয়ে মাঠে নামবে দুই প্রধান।

[আরও পড়ুন: ঘোষিত ডুরান্ড কাপের সূচি, তিন প্রধানের ম্যাচ কবে?]

কলকাতার আরেক প্রধান মহামেডান এসসি আছে গ্রুপ ‘বি’-তে। এই গ্রুপে আছে বেঙ্গালুরু এফসি, ইন্টার কাশী ও ইন্ডিয়ান নেভি। ফলে তাদের লড়াই কঠিন হচ্ছে বলা যায়। ২৮ জুলাই সাদা-কালো জার্সিধারীদের প্রথম ম্যাচ ইন্টার কাশীর বিরুদ্ধে। কিশোর ভারতীতে সন্ধ্যা ৭টায় মাঠে নামবে তারা। ৬ আগস্ট সন্ধ্যা ৭টায় বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ যুবভারতীতে। আর গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচ ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে। ১৩ আগস্ট কিশোর ভারতীতে খেলা শুরু বিকেল ৪টে থেকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement