Advertisement
Advertisement

Breaking News

Durand Cup 2024

শিলংয়ে হবে প্রথম সেমিফাইনাল, জানিয়ে দিল ডুরান্ড কমিটি

ডুরান্ডের প্রথম সেমিফাইনালে মুখোমুখি নর্থ ইস্ট ইউনাইটেড ও শিলং লাজং।

Durand Cup 2024: first semifinal of Durand Cup will be played in Shillong JNL stadium

ডুরান্ড কাপ। ফাইল চিত্র।

Published by: Arpan Das
  • Posted:August 22, 2024 5:41 pm
  • Updated:August 22, 2024 6:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডুরান্ড কাপের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে শিলংয়ে। যেখানে মুখোমুখি হবে নর্থ ইস্ট ইউনাইটেড ও শিলং লাজং। ডুরান্ড কমিটি থেকে আনুষ্ঠানিকভাবে সেই খবর জানিয়ে দেওয়া হয়েছে। মূলত, দুই দলের সমর্থকদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।

ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে শিলং লাজংয়ের মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু সেই ম্যাচে জয় ছিনিয়ে আনতে পারেনি লাল-হলুদ বাহিনী। ঘরের মাঠের এই সাফল্যের পর দর্শকদের উচ্ছ্বাসের ছবিও ধরা পড়ে। অন্য ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেড ২-০ গোলে হারায় ভারতীয় আর্মিকে। ফলে সমর্থকদের কথা মাথায় রেখে দুদলের ম্যাচ শিলংয়েই করা হবে।

Advertisement

[আরও পড়ুন: ভারতীয় দলে খেলেছেন বাবা, ইংল্যান্ডের জার্সি গায়ে টেস্ট ম্যাচে নামলেন ছেলে!]

প্রথমে নির্ধারিত ছিল ডুরান্ডের এই সেমিফাইনালটিও হবে কলকাতায়। কিন্তু কলকাতায় করা হলে দুই পাহাড়ের দলের সমর্থক ছাড়াই আয়োজন করতে হবে। ভিড় কম হবে। সেক্ষেত্রে দুই দল থেকেই ম্যাচটি শিলংয়ে করার অনুরোধ জানানো হয়েছিল। ডুরান্ড কমিটি সেই অনুরোধ মেনে নিয়েছে। আগামী ২৫ আগস্ট শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। তবে ডুরান্ডের বাকি ম্যাচগুলি অর্থাৎ ২৩, ২৭ ও ৩১ আগস্টের ম্যাচের ভেন্যু পরিবর্তিত হয়নি।

[আরও পড়ুন: সামনের বছর ইংল্যান্ডে নতুন চ্যালেঞ্জ রোহিতদের, ঘোষিত ভারতের টেস্ট সিরিজের সূচি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement