রুবিয়ালেস। ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলাদের বিশ্বকাপ ফুটবল স্পেন (Spain) জেতার পরেই বিতর্কে জড়িয়েছিলেন লুইস রুবিয়ালেস। সেই সময়ে তিনি স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলেন। বিশ্বজয়ের পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রুবিয়ালেস স্পেনের মিডফিল্ডার জেনি হারমোসোর (Jenni Hermoso) ঠোঁটে চুম্বন করে বসেন। তা নিয়ে বিতর্ক কম হয়নি।
সেই চুমু কাণ্ডের জেরে জেল হতে পারে রুবিয়ালেসের। প্রায় আড়াই বছরের কারাদণ্ড চেয়েছেন স্পেনের কৌঁসুলিরা। সংবাদ সংস্থা রয়টার্স লিখেছে, আদালতের নথিতে উল্লিখিত রয়েছে, বিশ্বকাপ ফাইনালের মঞ্চে হেরমোসোকে ইচ্ছার বিরুদ্ধে চুম্বন করে বসেন রুবিয়ালেস। দোষী সাব্যস্ত হলে আড়াই বছরের জেল হতে পারে।
সরকার পক্ষের কৌঁসুলি মার্তা দুরান্তেজ তদানীন্তন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট রুবিয়ালেসের বিরুদ্ধে বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনেন। জোর করে চুম্বন করারও অভিযোগ আনা হয়। প্রথম অপরাধের জন্য ১ বছর এবং দ্বিতীয়টির জন্য ১৮ মাস বা দেড় বছরের শাস্তি চেয়েছেন দুরান্তেজ। হেরমোসোকে ৫০ হাজার ইউরো ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছেন মার্তা দুরান্তেজ।
বিশ্বকাপ হয়ে গিয়েছে অনেকদিন হল। কিন্তু সেই চুমু কাণ্ডের জের এখনও চলছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.