Advertisement
Advertisement

Breaking News

Luis Rubiales

চুম্বন করেছিলেন মহিলা ফুটবলারকে, শ্রীঘরে যেতে হতে পারে স্প্যানিশ ফেডারেশনের প্রাক্তন প্রেসিডেন্টকে

কত বছরের সাজা হতে পারে?

Disgraced Luis Rubiales is goung to face jail for 2.5 years for World Cup kiss

রুবিয়ালেস। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:March 28, 2024 4:02 pm
  • Updated:March 28, 2024 4:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলাদের বিশ্বকাপ ফুটবল স্পেন (Spain) জেতার পরেই বিতর্কে জড়িয়েছিলেন লুইস রুবিয়ালেস। সেই সময়ে তিনি স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলেন। বিশ্বজয়ের পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রুবিয়ালেস স্পেনের মিডফিল্ডার জেনি হারমোসোর (Jenni Hermoso) ঠোঁটে চুম্বন করে বসেন। তা নিয়ে বিতর্ক কম হয়নি।
সেই চুমু কাণ্ডের জেরে জেল হতে পারে রুবিয়ালেসের। প্রায় আড়াই বছরের কারাদণ্ড চেয়েছেন স্পেনের কৌঁসুলিরা। সংবাদ সংস্থা রয়টার্স লিখেছে, আদালতের নথিতে উল্লিখিত রয়েছে, বিশ্বকাপ ফাইনালের মঞ্চে হেরমোসোকে ইচ্ছার বিরুদ্ধে চুম্বন করে বসেন রুবিয়ালেস। দোষী সাব্যস্ত হলে আড়াই বছরের জেল হতে পারে।

[আরও পড়ুন : ক্লাসেনদের দাপটে দিশেহারা অধিনায়ক হার্দিক, মুম্বইয়ের ‘নেতৃত্বে’ ফিরলেন রোহিত!]

সরকার পক্ষের কৌঁসুলি মার্তা দুরান্তেজ তদানীন্তন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট রুবিয়ালেসের বিরুদ্ধে বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনেন। জোর করে চুম্বন করারও অভিযোগ আনা হয়। প্রথম অপরাধের জন্য ১ বছর এবং দ্বিতীয়টির জন্য ১৮ মাস বা দেড় বছরের শাস্তি চেয়েছেন দুরান্তেজ। হেরমোসোকে ৫০ হাজার ইউরো ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছেন মার্তা দুরান্তেজ।

Advertisement

বিশ্বকাপ হয়ে গিয়েছে অনেকদিন হল। কিন্তু সেই চুমু কাণ্ডের জের এখনও চলছে।

[আরও পড়ুন : কেন পদত্যাগ করছেন না স্টিমাচ? আফগান ম্যাচে হারের পর প্রশ্ন প্রাক্তনদের]

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement