Advertisement
Advertisement

Breaking News

দীপেন্দু বিশ্বাস

ময়দানের ফুটবলে ইতিহাস গড়ে মহামেডান স্পোর্টিংয়ের ফুটবল সচিব হলেন দীপেন্দু বিশ্বাস

৫ বছরের মধ্যে শতাব্দী প্রাচীন ক্লাবকে আইএসএল খেলানোই তাঁর লক্ষ্য।

Dipendu Biswas becomes the first non muslim Football Secretary of Mohameddan SC
Published by: Subhamay Mandal
  • Posted:July 1, 2020 10:48 pm
  • Updated:July 1, 2020 10:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতার ফুটবল ময়দানে ইতিহাস গড়লেন প্রাক্তন ফুটবলার তথা বিধায়ক দীপেন্দু বিশ্বাস (Dipendu Biswas)। মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohameddan Sporting Club) ১২৯ বছরের ইতিহাসে প্রথম কোনও ফুটবলার যিনি ফুটবল সচিবের দায়িত্ব পেলেন। বুধবার ফুটবল প্রশাসক হিসাবে নতুন ইনিংস শুরু করলেন বসিরহাট দক্ষিণের বিধায়ক। আগামী মরশুমে ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর পদও সামলাবেন তিনি। মহম্মদ কামারুদ্দিনের জায়গায় সাদা-কালো শিবিরের নতুন সচিব হয়েছেন দীপেন্দু ঘনিষ্ঠ ওয়াসিম আক্রম।

এদিন মহামেডানের ফুটবল সচিব পদে বসেই বড় ঘোষণা দীপেন্দুর। তিনি জানিয়েছেন, আগামী ৫ বছরের মধ্যে শতাব্দী প্রাচীন মহামেডান স্পোর্টিং ক্লাবকে আইএসএল খেলানোই তাঁর লক্ষ্য। তার আগে নতুন মরশুমে ভাল দল গড়তে চান তিনি। সাদা-কালো শিবিরকে আই লিগে যোগ্যতা অর্জন করানোও একটা বড় চ্যালেঞ্জ তাঁর কাছে। জানা গিয়েছে, ভাল দল গড়ার লক্ষ্যে মোহনবাগানে খেলে যাওয়া পাপা বাবাকার দিওয়ারার সঙ্গে কথাবার্তা চলছে মহামেডানের। ভাল স্পনসরেরও খোঁজ করছেন দীপেন্দু।

Advertisement

[আরও পড়ুন: সবুজ-মেরুন সমর্থকদের জন্য সুখবর, এবার ঘরে বসেই পেয়ে যান চ্যাম্পিয়নশিপ মার্চেনডাইস]

অবনমনের গেরোয় আই লিগ থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে সেভাবে নজর কাড়তে পারেনি সাদা-কালো ব্রিগেড। তাই ক্লাব প্রশাসন ও দলের হাল ফেরাতে বসিরহাটের ভূমিপুত্র তথা তৃণমূলের বিধায়ক দীপেন্দু বিশ্বাসের উপরই ভরসা রাখছেন কর্তারা। ১২৯ বছরের ইতিহাসে প্রথমবার অ-মুসলিম ফুটবল সচিব পেল মহামেডান স্পোর্টিং ক্লাব।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement