Advertisement
Advertisement
CFL

জোড়া গোল জবির, ইউনাইটেড স্পোর্টসকে হারিয়ে কলকাতা লিগ শুরু ডায়মন্ড হারবারের

ইউনাইটেডের দীপেশ মুর্মুর গোলটিও দুর্দান্ত।

Diamond Harbour Football Club wins by a brace of Jobby Justin against United Sports in CFL

ম্যাচের নায়ক জবি।

Published by: Krishanu Mazumder
  • Posted:June 27, 2024 5:31 pm
  • Updated:June 27, 2024 5:31 pm

ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব-২ ইউনাইটেড স্পোর্টস -১
(জবি জাস্টিন-২) (দীপেশ)

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জবি জাস্টিন এখনও ম্যাচ উইনার। এখনও তিনি প্রতিপক্ষের ডিফেন্ডারদের রাতের ঘুম কেড়ে নিতে পারেন। কলকাতা ফুটবল লিগে বৃহস্পতিবার সেটাই দেখা গেল। জবির জোড়া গোলে এদিন ডায়মন্ড হারবার ২-১ গোলে হারাল ইউনাইটেড স্পোর্টসকে।
আলেয়ান্দ্রো মেনেন্দেজের সময়ে ইস্টবেঙ্গল জার্সিতে জবি জাস্টিন নিজের সেরা ফর্মে ছিলেন। অনেক ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে তাঁর পা। সেই জবি জাস্টিন প্রায় হারিয়ে যেতে বসেছিলেন। কেরলের সেই স্ট্রাইকার এদিন দুই অর্ধে দুটো গোল করে ডায়মন্ড হারবারকে ম্যাচ জেতালেন।

[আরও পড়ুন: ‘এটা বিশ্বকাপের পিচই নয়’, হারের পর আইসিসিকে নিশানা আফগান কোচের]

খেলার ২৮ মিনিটে জবি গোল করে এগিয়ে দেন ডায়মন্ড হারবারকে। ইউনাইটেড স্পোর্টস সমতা ফেরায় দীপেশ মুর্মুর দুরন্ত গোলে। হাফ টাইমের সময়ে খেলার ফল ছিল ১-১। দ্বিতীয়ার্ধে সেই জবি ২-১ করে দেন খেলার ৭১ মিনিটে।
তার পরে অবশ্য কোনও দলই আর গোল করতে পারেনি। ডায়মন্ড হারবারও গোলসংখ্যা বাড়াতে পারেনি। ইউনাইটেড স্পোর্টসও সমতা ফেরাতে পারেনি। প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করল ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব।

Advertisement

[আরও পড়ুন: ফের ভক্তের ‘ভালোবাসার আক্রমণ’! অল্পের জন্য বাঁচলেন রোনাল্ডো]

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ