Advertisement
Advertisement

Breaking News

Diamond Harbour FC

সুপার সিক্সে ডায়মন্ড হারবারের দুরন্ত জয়, চাপ বাড়ল ইস্টবেঙ্গলের

পরের দুটো ম্যাচে নামার আগে চাপে থাকবে লাল-হলুদ ব্রিগেড।

Diamond Harbour FC wins against Customs
Published by: Anwesha Adhikary
  • Posted:September 22, 2024 5:01 pm
  • Updated:September 22, 2024 5:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা লিগের খেতাবি লড়াই জমিয়ে দিল ডায়মন্ড হারবার এফসি। রবিবার কাস্টমসকে ৪-০ ফলে হারিয়ে ইস্টবেঙ্গলের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করল জবি জাস্টিনের দল। চলতি লিগে একটাও ম্যাচ হারেনি ইস্টবেঙ্গল। কিন্তু পরের দুটো ম্যাচে নামার আগে নিঃসন্দেহে চাপে থাকবে লাল-হলুদ ব্রিগেড। কারণ ট্রফি জিততে এখনও চার পয়েন্ট দরকার তাদের। সেটা করতে না পেলে প্রথমবার কলকাতা লিগ জিতে যেতে পারে ডায়মন্ড হারবার এফসি। 

চলতি কলকাতা লিগে অপরাজেয় ছিল দুটি দল- ইস্টবেঙ্গল এবং ডায়মন্ড হারবার এফসি। একটা ম্যাচেও হারেনি এই দুই দল। সুপার সিক্সে এসেও ট্রফি জয়ের অন্যতম দাবিদার হয়ে উঠেছে তারা। কিন্তু আগের ম্যাচে মহামেডানের বিরুদ্ধে ড্র করে পয়েন্ট নষ্ট করেছে লাল-হলুদ ব্রিগেড। তার পরে রবিবার কাস্টমস বনাম ডায়মন্ড হারবারের ম্যাচের দিকে তাকিয়ে ছিলেন ইস্টবেঙ্গলের সমর্থকরা। কিন্তু ৯০ মিনিট শেষে তাঁদের সঙ্গী হতাশা।

Advertisement

এদিন ম্যাচের শুরু থেকেই দাপট ছিল জবি জাস্টিনদের। কাস্টমসের ডিফেন্সে বারবার কাঁপুনি ধরিয়ে গোলের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। বিরতির আগেই প্রথম গোল আসে ডায়মন্ড হারবারের। প্রথমার্ধের সংযুক্ত সময়ে গোল করে দলকে এগিয়ে দেন রাহুল পাসওয়ান। হাফটাইমের পরে খেলা শুরু হলেও অবশ্য দীর্ঘক্ষণ গোল হয়নি। একেবারে শেষ প্রান্তে এসে পরপর তিনটি গোল করে ফেলে ডায়মন্ড হারবার। ৯০ মিনিটে জবি জাস্টিন, ৯৪ মিনিটে গিরিক খোসলা এবং ৯৫ মিনিটে নরহরি শ্রেষ্ঠা গোল করেন। 

দুরন্ত জয়ের ফলে এখন ডায়মন্ড হারবারের ঝুলিতে ৩৯ পয়েন্ট। এখনও খেলতে হবে দুটি ম্যাচ, তার মধ্যে একটা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। দুই ম্যাচে জিতলে সর্বোচ্চ ৪৫ পয়েন্ট পেতে পারে তারা। অন্যদিকে, ইস্টবেঙ্গলেরও লিগে দুটি ম্যাচ বাকি রয়েছে। সেখানে একটা ম্যাচে হারলেই ট্রফি জয়ের স্বপ্ন ভাঙতে পারে। অন্তত চার পয়েন্ট এখনও পেতেই হবে লাল-হলুদ শিবিরকে। তার জন্য বাকি দুটি ম্যাচে একটা জিততেই হবে। আরেকটা ম্যাচ ড্র করলেও চলবে। সবমিলিয়ে, কলকাতা লিগে কঠিন লড়াই অপেক্ষা করছে লাল-হলুদ ব্রিগেডের জন্য। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement