Advertisement
Advertisement
Euro Cup 2024

১৪ জুন শুরু ইউরো কাপ, কোথায়, কখন ম্যাচ দেখবেন ভারতীয় ফুটবলপ্রেমীরা?

২০২৪ ইউরো কাপ আয়োজন করছে জার্মানি।

Details of TV and OTT live streaming of Euro Cup 2024 matches

প্রতীকী ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:May 19, 2024 9:05 pm
  • Updated:May 20, 2024 7:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪ যেন খেলার বছর। একের পর এক মেগা টুর্নামেন্ট আয়োজিত হবে চলতি বছরে। টানটান উত্তেজনা, মরণবাঁচন লড়াই উপভোগ করবেন ক্রীড়াপ্রেমীরা। কেবল খেলোয়াড় নয়, অ্যাড্রিনালিন রাশ বইবে ক্রীড়াপ্রেমীদের মধ্যেও। প্রিয় দলের সাফল্যে উচ্ছ্বাস আর ব্যর্থতায় চোখের জল- এই চলবে গোটা বছর জুড়ে।

২০২৪ সালে ক্রীড়াপ্রেমীদের আকর্ষণের তালিকায় অন্যতম হল ইউরো কাপ (Euro Cup)। গোটা ইউরোপ মহাদেশে ফুটবল যুদ্ধে কার মাথায় ওঠে সেরার শিরোপা-সেদিকে নজর থাকবে গোটা দুনিয়ার। ফুটবল দুনিয়ার সেরা তারকারা মাঠে নামবেন বল দখলের লড়াইয়ে। চলতি বছরের ইউরো কাপ আয়োজিত হবে জার্মানিতে। আগামী ১৪ জুন থেকে শুরু হবে মেগা টুর্নামেন্ট। উল্লেখ্য, এই টুর্নামেন্টে সফলতম দল আয়োজক জার্মানি নিজেই। তিনবার ইউরোপ সেরার খেতাব গিয়েছে তাদের ঝুলিতে।

Advertisement

[আরও পড়ুন: টানা তিন ম্যাচে বৃষ্টির ভ্রুকুটি, পিছিয়ে গেল কেকেআরের টস

টুর্নামেন্টের (Euro Cup 2024) প্রথম ম্যাচে জার্মানির মুখোমুখি স্কটল্যান্ড। ১৪ থেকে ২৬ জুন পর্যন্ত হবে গ্রুপ পর্ব। নক আউট পর্ব শুরু হবে ৩০ জুন থেকে। বিশেষজ্ঞদের মতে, গ্রুপ অফ ডেথ হিসাবে ধরা যেতে পারে গ্রুপ বিকে। কারণ এই গ্রুপে রয়েছে স্পেন, ক্রোয়েশিয়া, ইটালি, আলবেনিয়া। এই গ্রুপে থাকা স্পেন তিনবার এবং ইটালি দুবার ইউরো জিতেছে। গতবারেও এই টুর্নামেন্ট জিতেছিল ইটালি। প্রথমবারের জন্য ইউরো খেলতে নামছে জর্জিয়া।

১৪ জুন ভারতীয় সময় রাত সাড়ে বারোটা থেকে শুরু হবে খেলা। টুর্নামেন্টের অন্য খেলাগুলো শুরু হবে ভারতীয় সময় সন্ধে সাড়ে ছটা অথবা রাত সাড়ে নটার সময়ে। সাড়ে বারোটা থেকেও বেশ কিছু ম্যাচ শুরু হবে। ভারতীয় দর্শকদের জন্য টিভি এবং ওটিটি প্ল্যাটফর্ম- দুই জায়গাতেই খেলা দেখার ব্যবস্থা থাকবে। সোনি স্পোর্টস নেটওয়ার্কের যেকোনও চ্যানেলে খেলা দেখতে পারবেন ভারতীয়রা। এছাড়াও সোনি লিভ অ্যাপ এবং ওয়েবসাইটে খেলা দেখা যাবে।

[আরও পড়ুন: প্লে অফে লক্ষ্য দ্বিতীয় স্থান, পাঞ্জাবকে হারিয়ে ‘অ্যাডভান্টেজ’ হায়দরাবাদ

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement