Advertisement
Advertisement
Debashis Dutta

মোহনবাগানের নতুন সচিব হলেন দেবাশিস দত্ত, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত তাঁর প্যানেল

সরকারি ঘোষণা না হলেও স্ক্রুটিনির পরই নিশ্চিত হয়েছে দেবাশিস-দের যত।

Debashis Dutta elected as Mohun Bagan secretary unopposed | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:March 18, 2022 9:33 am
  • Updated:March 18, 2022 9:33 am

স্টাফ রিপোর্টার: মোহনবাগান ক্লাবের নতুন সচিব নির্বাচিত হলেন দেবাশিস দত্ত (Debasis Dutta)। সরকারিভাবে এখনও ঘোষণা না হলেও, বৃহস্পতিবার ছিল মনোনয়ন নিয়ে স্ক্রুটিনির শেষ দিন। আর তাতে দেখা গিয়েছে, সচিব পদে দেবাশিস দত্তর বিরুদ্ধে কোনও পালটা মনোনয়ন জমা পড়েনি। স্বাভাবিক ভাবেই মোহনবাগান ক্লাবের (Mohun Bagan) সচিব পদে নির্বাচিত হয়ে যান দেবাশিস দত্ত।

তবে শুধু দেবাশিস দত্তই নন। ফুটবল সচিব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন স্বপন বন্দ্যোপাধ্যায়ও। শুধু সচিব বা ফুটবল সচিব নন। দেবাশিস দত্তর প্যানেলে যে যে পদাধিকারী মনোনয়ন জমা দিয়েছিলেন, তাঁরা প্রত্যেকেই নির্বাচিত হয়েছেন। কারণ, দু’দিনের স্ক্রুটিনিতে দেখা গিয়েছে, শাসক গোষ্ঠীর পক্ষে যে বিভিন্ন পদে যাঁরা মনোনয়ন জমা দিয়েছিলেন, তাঁদের বিরুদ্ধে কোনও মনোনয়নই জমা পড়েনি। ফলে সরকারিভাবে ঘোষণা না হলেও সচিব হিসেবে দেবাশিস দত্ত এবং স্বপন বন্দ্যোপাধ্যায়, ফুটবল সচিব হওয়ার পাশাপাশি প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায় সহ সচিব, উত্তম সাহা-কোষাধ্যক্ষ, মুকুল সিনহা-অর্থ সচিব, মহেশ টেকরিওয়াল-ক্রিকেট সচিব, শুভাশিস পাল-হকি সচিব, সন্দীপন বন্দ্যোপাধ্যায়-টেনিস সচিব, তন্ময় চট্টোপাধ্যায়-গ্রাউন্ড সচিব, দেবাশিস মিত্র-অ্যাথলেটিক সচিব এবং মানস ভট্টাচার্য-যুব ফুটবল সচিব হিসেবে নিশ্চিত হয়ে যান।

Advertisement

[আরও পড়ুন: ‘পিএসএলে কেউ ১৬ কোটি টাকা পাবে না’, IPL নিয়ে রামিজ রাজার কটাক্ষের পালটা আকাশ চোপড়ার]

সরকারি ভাবে ঘোষণা না হলেও, এদিন স্ক্রুটিনি শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সচিব পদে তাঁর নাম নিশ্চিত হয়ে যাওয়ায় দেবাশিস দত্ত বললেন, “ক্লাবের দশ হাজার সদস্যদের মধ্যে পাঁচ হাজার সদস্যই কার্যকরী কমিটিতে আসতে পারেন। সেটা সম্ভব নয় বলেই আমার প্রথম লক্ষ্য হবে, যত বেশি সম্ভব সদস্যদের বিভিন্ন ভাবে ক্লাবের সঙ্গে যুক্ত করা। ক্লাবের বিভিন্ন প্রকল্পে সদস্যদের নিযুক্ত করতে হবে। সেখানে কাজ বুঝে মহিলা সদ্যসদেরও যুক্ত করা হবে।”

[আরও পড়ুন: জল্পনার অবসান, আম আদমি পার্টিতে যোগ দিচ্ছেন হরভজন! যেতে পারেন রাজ্যসভায়]

মোহনবাগানের নতুন সচিব হিসেবে তাঁর লক্ষ্য জিজ্ঞাসা করা হলে দেবাশিস দত্ত বললেন, “মোহনবাগান একটা ইতিহাস। আমাদের লক্ষ্যই থাকবে, এই ইতিহাসকে পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরা। মোহনবাগান ক্লাবের ইতিহাসকে এগিয়ে নিয়ে যাবে পরবর্তী প্রজন্ম।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement