Advertisement
Advertisement

Breaking News

East Bengal

মরশুমের প্রথম বড় ম্যাচ, ডেভিড-বিষ্ণুরাই বাজি ইস্টবেঙ্গলের

লিগে দুম্যাচে ১০ গোল করে স্বস্তিতে লাল-হলুদ।

David along with Vishnu will be the key member of East Bengal in CFL derby

শেষ মুহূর্তের প্রস্তুতিতে ইস্টবেঙ্গল।

Published by: Krishanu Mazumder
  • Posted:July 13, 2024 10:50 am
  • Updated:July 13, 2024 10:54 am  

শিলাজিৎ সরকার: কলকাতা লিগের শেষ সংস্করণের মহামেডান ম্যাচ নিয়ে এখনও ইতিউতি আক্ষেপ শোনা যায় ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে। সেদিন হঠাৎ করে সিনিয়র দলের কয়েকজন ফুটবলার নেমে পড়েছিলেন লাল-হলুদ জার্সিতে। একসঙ্গে পর্যাপ্ত অনুশীলনের অভাব দিনের আলোর মতো স্পষ্ট ছিল ইস্টবেঙ্গলের খেলায়। আর সেই ম্যাচ হেরে লিগ জয়ের দৌড় থেকে কার্যত ছিটকে যায় তারা।
শুক্রবার সকালে ইস্টবেঙ্গলের প্রাক্-ডার্বি অনুশীলন দেখলে প্রথমেই সেই ম্যাচের কথা মাথায় আসতে বাধ্য! সিনিয়র দলের ডেভিড লালহানসাঙ্গা, দেবজিৎ মজুমদার, পিভি বিষ্ণুরা এদিন অনুশীলন করলেন রিজার্ভ দলের সঙ্গে। ডার্বির কথা মাথায় রেখে তাঁদের রেজিস্ট্রেশন করিয়েছে ইস্টবেঙ্গল। প্রাক্-ডার্বির প্রস্তুতি থেকে অনেকটাই নিশ্চিত যে তিনজনই খেলেবেন শুরু থেকে। কোচ বিনো জর্জ দেবজিৎ, জোসেফ জাস্টিন, আদিল অমল, মনতোষ চাকলাদার, হীরা মণ্ডল, তন্ময় দাস, নসীব রহমান, আমন সিকে, বিষ্ণু, মহম্মদ রোশাল ও ডেভিডকে প্রথম দলে রেখেছিলেন সিচুয়েশন প্র্যাকটিসে। ফলে এই দল যদি অপরিবর্তিত থাকে, তবে শনিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে ৭ ফুটবলারকে বদল করে নামবে ইস্টবেঙ্গল। 

[আরও পড়ুন: ফুটবল মাঠে হাড়হিম করা দৃশ্য! পুলিশের গুলিতে রক্তাক্ত ফুটবলার]

শুরুতেই গতবারের মহামেডান ম্যাচে ফুটবলারদের তালমিলের অভাবের কথা উল্লেখ করা হয়েছে। এদিন প্র্যাকটিসে রোশাল-তন্ময়দের খেলাতেও দেখা গেল তার ছাপ। একমাত্র ফরোয়ার্ড হিসাবে খেলতে নেমে সেভাবে বলের জোগানই পেলেন না ডেভিড। ভেজা মাঠে দুই উইঙ্গার আমন আর রোশালের অবস্থাও তথৈবচ। শেষ ম্যাচে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধেও মাঠ ভিজে থাকায় সমস্যায় পড়েছিলেন এই দুই মালয়ালি উইঙ্গার। বরং বিপক্ষ দলে থাকা সায়ন বন্দ্যোপাধ্যায়, জেসিন টিকে, সঞ্জীব ঘোষের পারফরম্যান্স স্বস্তি দেবে লাল-হলুদকে। গতবারের ভুলের পুনরাবৃত্তি হবে না তো? প্রশ্ন শুনে কোচ বিনোর জবাব, “যতটা ভাবছেন, দলে তত পরিবর্তন হবে না।”
অবশ্য অনুশীলনের মাঝে এক ‘অবাঞ্ছিত’ ঘটনায় চাপ বাড়ল কোচ বিনোর। ট্যাকল করাকে কেন্দ্র করে হঠাৎ হাতাহাতিতে জড়ালেন আমন ও জেসিন। সতীর্থদের হস্তক্ষেপে জল বেশিদূর গড়ায়নি। আর সেই হস্তক্ষেপ করতে গিয়েই পায়ে চোট লাগল নসীবের! বাকি সময়টা পায়ে বরফ দিয়ে মাঠের বাইরে বসে থাকলেন তিনি। বাসে ওঠার আগে নসীব অবশ্য বলে গেলেন, “ঠিক আছি। খেলতে সমস্যা হবে না।” তবে তাঁর অনুপস্থিতি চাপ বাড়াতে পারে ইস্টবেঙ্গলের। কারণ এবার লাল-হলুদ মাঝমাঠ নিয়ন্ত্রণ তিনিই করছেন।

Advertisement

[আরও পড়ুন: মোহনবাগানে সই ম্যাকলারেনের, অস্ট্রেলিয়ার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা সবুজ-মেরুনে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement