সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খেলার মাঠে এ দৃশ্য বড় অশোভন। ফুটবলারদের উদ্দেশে গ্যালারি থেকে কটূক্তি, বিয়ারের ক্যান, কাপ ছোড়া! পালটা সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়া ফুটবলারদের। বৃহস্পতিবার কোপা আমেরিকার সেমিফাইনালে এই অশোভন দৃশ্যেরই সাক্ষী থাকল ফুটবল বিশ্ব।
বৃহস্পতিবার কোপার (Copa America 2024) টানটান সেমিফাইনালে উরুগুয়েকে ১-০ গোলে হায়েছে কলম্বিয়া। চলতি টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে ছিল ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে (Uruguay)। কিন্তু এদিন খানিক অঘটন ঘটিয়েই সেই উরুগুয়ের বিরুদ্ধে জয় তুলে নেয় কলম্বিয়া। উরুগুয়ে খাতায়কলমে খানিকটা এগিয়ে থাকলেও ১৫ বারের চ্যাম্পিয়নদের এক ইঞ্চিও জমি ছাড়েনি কলম্বিয়া। রদ্রিগেজরা এগিয়েও যান প্রথমার্ধেই। ম্যাচের ৩৯ মিনিটে কলম্বিয়ার হয়ে জয়সূচক গোলটি করেন লার্মা। দীর্ঘসময় কলম্বিয়াকে ১০ জনে পেয়েও গোল শোধ করতে পারেনি উরুগুয়ে।
#CopaAmerica Darwin Núñez seen fighting in the stands @LFC pic.twitter.com/JTiXeFCS0g
— Andres (@KaossF1) July 11, 2024
🚨🌎 | Darwin Nunez in the crowd fighting Colombia fans after the game! 😮
— All Things Brazil™ 🇧🇷 (@SelecaoTalk) July 11, 2024
স্বাভাবিকভাবেই হারের হতাশা গ্রাস করেছিল উরুগুয়ে ফুটবলারদের। খেলা শেষে মাঠেই ভেঙে পড়তে দেখা যায় অনেককে। অন্যদিকে দলের অপ্রত্যাশিত জয়ে বন্য উল্লাসে মেতে ওঠেন কলম্বিয়া সমর্থকরা। নিজের দেশের হয়ে তো বটেই অভিযোগ উরুগুয়ের বিরুদ্ধে অসম্মান জনক স্লোগানও দেন তাঁরা। তবে মূল ঘটনাটি ঘটে উরুগুয়ের বিধ্বস্ত ফুটবলাররা যখন গ্যালারির ভিতর দিয়ে ড্রেসিং রুমে ফিরছিলেন তখন।
ব্যাঙ্ক অফ আমেরিকা স্টেডিয়ামের গ্যালারির মাঝখান দিয়েই ফিরতে হয়ে ড্রেসিংরুমে। ম্যাচ শেষে উরুগুয়ের ফুটবলাররা যখন ফিরছিলেন তখন গ্যালারি থেকে কলম্বিয়া (Colombia) সমর্থকরা তাঁদের উদ্দেশে টুপি, কাপ, বিয়ারের ক্যান ছুড়তে থাকেন। কেউ কেউ আবার ছুটে ফুটবলারদের কাছে এসে হাত-পাও চালানো শুরু করে দেন। যার জেরে নিজেদের উপর নিয়ন্ত্রণ হারান উরুগুয়ে ফুটবলাররাও। তাঁরাও পালটা হাতাহাতি শুরু করে দেন। লিভারপুল (Liverpool) তারকা ডারউইন নুনেজকে দেখা যায় এক সমর্থককে মারধর করতে। যদিও নিরাপত্তারক্ষীরা কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.