Advertisement
Advertisement

Breaking News

Cristiano Ronaldo

সৌদির স্কুলে রোনাল্ডোর সন্তানরা কি মারধর, হয়রানির শিকার? মুখ খুললেন জর্জিনা

সৌদির ক্লাব আল নাসেরে যোগ দেওয়ার পর পরিবার নিয়ে রিয়াধে চলে এসেছেন সিআর সেভেন।

Cristiano Ronaldo’s partner Georgina Rodriguez hits out at ‘false’ claims about her kids | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:April 5, 2023 12:57 pm
  • Updated:April 5, 2023 12:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কুলে সহপাঠীরা খারাপ ব্যবহার করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সন্তানদের সঙ্গে। এমনকী মারও খেতে হয়েছে তাদের। যার জন্য কান্নায় ভেঙে পড়ে খুদেরা। সম্প্রতি এক সংবাদমাধ্যমে প্রকাশিত এমন খবরে রীতিমতো শোরগোল পড়ে যায়। এবার সেই বিষয় নিয়েই মুখ খুললেন রোনাল্ডোর পার্টনার জর্জিনা রডরিগেজ।

২০১৬ সাল থেকে একসঙ্গে রয়েছেন রোনাল্ডো (Cristiano Ronaldo) ও জর্জিনা। পাঁচ সন্তানকে নিয়ে সুখের সংসার তাঁদের। সৌদির ক্লাব আল নাসেরে যোগ দেওয়ার পর পরিবার নিয়ে রিয়াধে চলে এসেছেন সিআর সেভেন। সেখানকার স্কুলেই ভরতি হয়েছে তাঁর সন্তানরা। কিন্তু সম্প্রতি এক সংবাদমাধ্যম দাবি করে, রিয়াধের স্কুলে হয়রানির শিকার হচ্ছে তারা। জর্জিনা নাকি জানিয়েছিলেন, স্কুলে বন্ধু পায়নি তাঁদের সন্তানরা। মারধর করা হয় তাদের। উলটে তারা কিছুই বলে না আর হতাশ হয়ে পড়ে। একদিন স্কুল থেকে তাদের আনতে গিয়ে জর্জিনা নাকি দেখেন, ছেলে কাঁদছে। বারবার জিজ্ঞেস করেন, কী হয়েছে। তাতে ছেলে জানায়, স্কুলে একজন তাকে মারধর করেছে।

Advertisement

[আরও পড়ুন: কলকাতায় এসেই নিজের রেস্তরাঁয় কোহলি, খাওয়ালেন আরসিবি’র সতীর্থদের]

এহেন খবর নিয়ে হইচই শুরু হতেই আসরে নামেন জর্জিনা। সাফ জানিয়ে দেন, তাঁর নাম ব্যবহার করে যে খবর ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। নিজের সোশ্যাল অ্যাকাউন্টে দীর্ঘ পোস্টে তিনি এ নিয়ে যাবতীয় জলঘোলায় ইতি টানেন। লেখেন, “স্কুলে আমাদের সন্তানদের নিয়ে কিছু সংবাদমাধ্যমে একেবারে ভুল খবর করেছে। আমার বাচ্চারা খুব ভাল স্কুল পেয়েছে। সেখানে সকলেই ভীষণ পেশাদার। আমাদের সঙ্গেও খুব ভাল ব্যবহার করেন তাঁরা।”

এরপরই যোগ করেন, রিয়াধের স্কুলে রোনাল্ডোর সন্তানরা ভাল বন্ধুও পেয়েছে। পাশাপাশি জর্জিনা এও জানান, যে শহরেই গিয়েছেন, সেখানেই সন্তানদের জন্য ভাল স্কুল পেয়েছেন তাঁরা। এর জন্য তাঁরা কৃতজ্ঞ। তাই এধরনের খবর বিভ্রান্তি সৃষ্টি করা ছাড়া আর কিছুই নয় বলেই দাবি পর্তুগিজ মহাতারকার সঙ্গিনীর।

[আরও পড়ুন: হাজতেও বিশেষ সুবিধা পেয়েছেন অনুব্রত? উত্তর দিতে দিল্লির ED দপ্তরে আসানসোল জেল সুপার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement