Advertisement
Advertisement

Breaking News

Cristiano Ronaldo

অবসর নিচ্ছেন রোনাল্ডো? বান্ধবীর কথায় তুঙ্গে জল্পনা

চলতি বছরের ইউরো কাপে পর্তুগালকে নেতৃত্ব দেবেন রোনাল্ডো।

Cristiano Ronaldo's girlfriend speaks about his retirement

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:March 3, 2024 8:36 pm
  • Updated:March 3, 2024 8:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৮ বছর বয়স থেকে ফুটবল খেলছেন। সর্বকালের সেরাদের তালিকায়ও রয়েছে তাঁর নাম। তবে ২০ বছরেরও বেশি কেটে যাওয়ার পর এবার হয়তো কেরিয়ারে ইতি টানতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। সেরকমই ইঙ্গিত দিলেন পর্তুগিজ মহাতারকার বান্ধবী জর্জিনা রডরিগেজ।

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাসের মতো হেভিওয়েট ক্লাবে খেলার পরে ২০২২ সালে সৌদি আরবের আল নাসেরে যোগ দেন সি আর সেভেন। তার পর থেকেই ফুটবল মহলে জল্পনা ছিল, তাহলে কি এবার কেরিয়ার শেষ করার কথা ভাবছেন? উল্লেখ্য, ২০২২ কাতার বিশ্বকাপেও সেভাবে নজর কাড়তে পারেননি রোনাল্ডো। উলটে বেঞ্চে বসিয়ে দেওয়া নিয়ে বেশ বিতর্কের মধ্যে জড়ান তিনি।

Advertisement

[আরও পড়ুন: পরের বছরও আইপিএল খেলবেন ধোনি? বড় আপডেট দিলেন ক্যাপ্টেন কুলের বাল্যবন্ধু

তবে আল নাসেরে গিয়ে দুরন্ত ফর্মে রয়েছেন রোনাল্ডো। ৩৯ বছর বয়সেও অবলীলায় গোল করছেন। চলতি বছরে আবারও তাঁকে দেখা যাবে পর্তুগালের জার্সিতে। ইউরো কাপে দেশের অধিনায়কত্ব করবেন সি আর সেভেন। ২০১৬ সালে দেশকে ইউরো চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। আবারও সেই মুকুটের খোঁজে মাঠে নামবেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।

তাহলে কি এই টুর্নামেন্টের পরেই ফুটবলকে বিদায় জানাবেন রোনাল্ডো? প্যারিস ফ্যাশন উইকে সেকথাই জিজ্ঞাসা করা হয় তারকা ফুটবলারের বান্ধবীকে। উত্তরে জর্জিনা জানান, “এক বছরের বেশিই খেলবে রোনাল্ডো। তার পরেই শেষ। হয়তো দুবছর খেলবে।” বিখ্যাত মডেলের এই উত্তরের ভিডিও মুহূর্তে ভাইরাল হয় নেটদুনিয়ায়। তার পর থেকেই ভক্তদের মধ্যে জল্পনা, তাহলে কি ২০২৬ বিশ্বকাপ খেলে বুট তুলে রাখবেন রোনাল্ডো? অধরা বিশ্বকাপ জিততে আরও একবার ঝাঁপাবেন?

[আরও পড়ুন: অনিচ্ছা সত্ত্বেও প্রত্যাবর্তন! রনজি সেমিফাইনালে ডাহা ফেল শ্রেয়স আইয়ার

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement