Advertisement
Advertisement
Cristiano Ronaldo

চ্যাম্পিয়ন্স লিগে অনন্য কীর্তির পুরস্কার, রোনাল্ডোকে বিশেষ সম্মান দেবে উয়েফা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোলসংখ্যা ১৪০।

Cristiano Ronaldo to be honoured by UEFA Champions League
Published by: Subhajit Mandal
  • Posted:August 28, 2024 8:57 am
  • Updated:August 29, 2024 12:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) আর সাফল্য যেন সমার্থক। গত দু’দশক ধরে ক্লাব ফুটবলকে রীতিমতো শাসন করে চলেছেন সিআর সেভেন। বিশেষ করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এক কথায় তিনি অদ্বিতীয়। চ্যাম্পিয়ন্স লিগের সর্বকালের সর্বোচ্চ স্কোরার তো বটেই একই সঙ্গে আর বহু রেকর্ড রয়েছে তাঁর নামের পাশে। রোনাল্ডোকে সেই অনন্য কীর্তির জন্য এবার সম্মানিত করতে চলেছে উয়েফা।

২৯ আগস্ট অর্থাৎ বৃহস্পতিবার মোনাকোতে চ্যাম্পিয়ন্স লিগ ২০২৪-২৫-এর গ্রুপ পর্বের ড্র। সেখানেই রোনাল্ডোকে সম্মানিত করা হবে। উপস্থিত থাকবেন উয়েফা প্রসিডেন্ট আলেকজান্ডার সেফ্রিন। তিনিই বিশেষ সম্মাননা তুলে দেবেন সিআর সেভেনের হাতে।

Advertisement

[আরও পড়ুন: ‘যতদিন না দোষী প্রমাণিত হয়, ততদিন খেলবে’, কঠিন সময়ে শাকিবের পাশে বাংলাদেশ বোর্ড]

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোলসংখ্যা ১৪০। দ্বিতীয় স্থানে থাকা মেসির গোলসংখ্যা ১২৯। রিয়াল মাদ্রিদ, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, জুভেন্তাস-সহ মোট চার ক্লাবের হয়ে ১৮৩টি ম্যাচ খেলেছেন সি আর। পাঁচবার এই ট্রফি জিতেছেন পর্তুগিজ সুপারস্টার। সাতবার তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার হয়েছেন। এক মরশুমে সর্বোচ্চ গোলের রেকর্ডও তাঁর দখলে। বস্তুত সবদিক থেকেই ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্টে সেরার খেতাব তাঁরই প্রাপ্য।

[আরও পড়ুন: ইতিহাসে কনিষ্ঠতম, বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যান জয় শাহ

ক্রিশ্চিয়ানোর এ হেন সাফল্যকেই এবার বিশেষ সম্মান জানাবে উয়েফা। মোনাকোতে পর্তুগিজ মহাতারকাকে আমন্ত্রণ জানানো হয়েছে। উয়েফা জানিয়েছে, খোদ প্রেসিডেন্ট বিশেষ পুরস্কার তুলে দেবেন সিআর সেভেনের হাতে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement