Advertisement
Advertisement

Breaking News

Cristiano Ronaldo

একরাতের জন্য শারীরিক সম্পর্ক! মহিলা ব্লগারের চাঞ্চল্যকর দাবি নিয়ে মুখ খুললেন রোনাল্ডো

নিজের ঘরে ডেকেছিলেন রোনাল্ডো, মেসেজ প্রকাশ করে দাবি ব্লগারের।

Cristiano Ronaldo spent a night with me, reveal female blogger, footballer reacts | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:March 5, 2023 7:31 pm
  • Updated:March 5, 2023 7:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের (Qatar World Cup 2022) প্রস্তুতি নিতে গিয়ে তাঁর সঙ্গে রাত কাটিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Roanldo)! চাঞ্চল্যকর দাবি করলেন ভেনেজুয়েলার এক ব্লগার। যদিও রোনাল্ডোর বিরুদ্ধে কোনও অভিযোগ আনেননি জর্জিয়ালা নামে ওই ব্লগার। তবু সিআর সেভেনের ভক্তদের মনে প্রশ্ন, তবে কি বান্ধবী জর্জিনা রডরিগেজের সঙ্গে রোনাল্ডোর সম্পর্কের অবনতি ঘটেছিল? অন্য কোনও মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন পর্তুগিজ মহাতারকা?

ঠিক কী জানিয়েছেন জর্জিয়ালা? তাঁর দাবি, ২০২২ সালের কাতার বিশ্বকাপের প্রস্তুতি নিতে দেশের সতীর্থদের সঙ্গে পর্তুগালেই ছিলেন রোনাল্ডো। ফুটবল তারকাদের সঙ্গে ছবি তুলতে সেই হোটেলে যান জর্জিয়ালা। তারপরেই রোনাল্ডোর মেসেজ পান তিনি। ইনস্টাগ্রামে এই ব্লগার লিখেছেন, “মেসেজ পেয়ে মনে হয়েছিল আমার সঙ্গে কথা বলতে চায় রোনাল্ডো। আমিও ভেবেছিলাম, এই সুযোগে ওর সঙ্গে বেশ কয়েকটা ছবি তুলে নেব।” 

Advertisement

[আরও পড়ুন: আগামী মাস থেকে সোনা কেনার নিয়মে বদল, জেনে নিন প্রয়োজনীয় তথ্য]

কিন্তু বাস্তবে একেবারে অন্য ঘটনা ঘটে। জর্জিয়ালার দাবি, “রোনাল্ডোর সঙ্গে দেখা করতে গিয়ে এমন পরিস্থিতি তৈরি হয় যে আমরা শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ি। যদিও এই ঘটনায় আমার পূর্ণ সম্মতি ছিল। আসলে ক্রিশ্চিয়ানোর খ্যাতি, ক্ষমতা- সবকিছুর মোহে জড়িয়ে পড়েছিলাম। তবে পরে এই নিয়ে অপরাধবোধ তৈরি হয়। মনে হয়েছে আমার স্বামীকে ঠকাচ্ছি।”

আগেও রোনাল্ডোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। তবে জর্জিয়ালার দাবি, তিনি আল নাসের তারকার বিরুদ্ধে কোনও অভিযোগ আনতে চান না বা ক্ষতিপূরণও দাবি করছেন না। তবে সিআর সেভেন তাঁকে হোটেলের ঘরে ডেকেছিলেন, এমন কয়েকটি মেসেজ প্রকাশ্যে এনেছেন জর্জিয়ালা। এই খবর প্রকাশ্যে আসতেই অবশ্য একেবারে উড়িয়ে দিয়েছেন রোনাল্ডো। তিনি বলেছেন, “একেবারে মিথ্যা কথা। ইচ্ছাকৃতভাবে আমাকে অপমান করার চেষ্টা চলছে।” অনেকেরই অনুমান, প্রচারের আলোয় থাকতেই এক বছরের পুরনো ঘটনা টেনে আনছেন ওই ব্লগার। 

[আরও পড়ুন: EXCLUSIVE: ‘৯০ মিটার নিয়ে সব প্রশ্ন শেষ করে দেব’, সমালোচকদের জবাব নীরজের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement