সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোনাল্ডো মাঠে নামলেই যেন নতুন রেকর্ড অপেক্ষা করে থাকে তাঁর জন্য। নিজেই রেকর্ড গড়েন, আবার নিজেই ভাঙেন। আগের ম্যাচেই তিনি ৯০০ গোল করে ইতিহাস গড়েছেন। এবার শুরু হল ১০০০ গোলের দিকে যাত্রা। এদিন স্কটল্যান্ডের বিরুদ্ধেও গড়লেন নয়া কীর্তি। সেই সঙ্গে শেষ মুহূর্তে গোল করে দলকে জেতালেন। পর্তুগাল দলে যে তিনি আজও ‘ম্যাচ উইনার’, তা বার বার প্রমাণ করে চলেছেন সিআর৭।
ন্যাশনস লিগে স্কটল্যান্ডের বিরুদ্ধে রোনাল্ডোকে প্রথম একাদশে রাখেননি পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ। আক্রমণভাগে ছিলেন পেদ্রো নেটো, দিয়েগো জোটা ও রাফায়েল লিয়াও। কিন্তু শুরুতেই ধাক্কা খায় পর্তুগাল। ম্যাচের সাত মিনিটে স্কটল্যান্ডকে এগিয়ে দেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে রোনাল্ডোর প্রাক্তন সতীর্থ স্কট ম্যাকটমিনে। তার পর পর্তুগালের তরুণ তুর্কিরা বার বার গোলের কাছে পৌঁছে গেলেও রোনাল্ডোর অভাব স্পষ্ট বোঝা যাচ্ছিল।
বাধ্য হয়েই দ্বিতীয়ার্ধের শুরুতেই পর্তুগিজ কিংবদন্তিকে মাঠে নামান মার্তিনেজ। তার কিছুক্ষণ পরেই আসে সাফল্য। বাঁদিক থেকে বল ধরে দুরন্ত গোল করেন ব্রুনো ফার্নান্দেজ। কিন্তু শেষ পর্যন্ত ত্রাতা হয়ে উঠলেন রোনাল্ডোই। ম্যাচের বয়স তখন ৮৮ মিনিট। ড্র করার জন্য মরিয়া লড়াই করছে স্কটল্যান্ড। সেই সময় জ্বলে উঠলেন ৩৯ বছরের ‘বুড়ো ঘোড়া’। এদিনও শিকারির মতো অপেক্ষা করছিলেন গোলের সামনে। বাঁদিক থেকে ভেসে আসা বল জালে জড়িয়ে দেন। পর্তুগাল ম্যাচ জেতে ২-১ গোলে।
এর সঙ্গে ফের নতুন রেকর্ডও গড়ে ফেললেন। এই নিয়ে ৪৮টি দেশের বিরুদ্ধে গোল হয়ে গেল রোনাল্ডোর। পর্তুগালের জার্সিতে ২১৪ ম্যাচে ১৩২তম গোল করলেন তিনি। একদিকে যখন রোনাল্ডোর দাপট, অন্যদিকে মাঠে ফুল ফোটাচ্ছেন ১৬ বছরের লামিনে ইয়ামালও। ১০ জনের স্পেন ৪-১ ব্যবধানে হারায় সুইজারল্যান্ডকে। ইউরোজয়ীদের হয়ে গোল করেন জোসেলু, ফাবিয়ান রুজ (২), ফেরান তোরেস। একটি গোলের ক্ষেত্রে অ্যাসিস্ট করেন ইয়ামাল।
Dois jogos, duas vitórias 🇵🇹 Obrigado por todo o apoio, Portugal! pic.twitter.com/YiwMuVGs04
— Cristiano Ronaldo (@Cristiano) September 8, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.