গোলের পরে রোনাল্ডোর হুঙ্কার। ফাইল চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) গোল করছেন। গোল করাচ্ছেন। বছরের শেষে এসেও তাঁর গোলখিদে একইরকমের। দিন যত এগোচ্ছে, রোনাল্ডো একের পর এক রেকর্ড গড়ে চলেছেন। আল নাসের (Al Nassr) বনাম আল ইত্তিফাক ম্যাচেও রোনাল্ডো অ্যাসিস্ট করেছেন, গোল করেছেন।
তাঁর অ্যাসিস্টের সংখ্যা এখন ২৪৯। আল ইত্তিফাকের জালে বল জড়ানোর ফলে আরও এক রেকর্ড রোনাল্ডোর ঝুলিতে। তিরিশ অতিক্রম করার পরে পাঁচশোর বেশি গোল করেছেন তিনি। এও এক নজির। পেনাল্টি থেকে আল ইত্তিফাকের জাল কাঁপানোর ফলে চলতি বছরে সব প্রতিযোগিতা মিলিয়ে রোনাল্ডোর ৫১ তম গোল হয়ে গেল। কেরিয়ারে এটি তাঁর ৮৭০ নম্বর গোল।
সৌদি প্রো লিগের ম্যাচে আল নাসের ৩-১ গোলে হারায় আল ইত্তিফাককে। আল নাসের প্রথম গোলটি পায় ম্যাচের ৪৩ মিনিটে। দুরন্ত ভলিতে গোল করেন আল নাসেরের ব্রাজিলিয়ান ফুটবলার তেলেস। আল ইত্তিফাক ডিফেন্ডারের ভুলের সুযোগ নিয়ে দ্বিতীয় গোলটি করে আল নাসের। রোনাল্ডোর অ্যাসিস্ট থেকে গোলটি করেন ব্রোজোভিচ।
GOAL NUMBER 870 FOR THE GREATEST CRISTIANO RONALDO!!
— CristianoXtra (@CristianoXtra_) December 22, 2023
‘সিআর ৭’ গোলটি করেন ম্যাচের ৭৩ মিনিটে। বাঁ দিক থেকে আল ইত্তিফাকের ডিফেন্ডারকে মাটি ধরিয়ে বক্সে ঢোকেন সাদিও মানে। পেনাল্টি বক্সের ভিতরে হ্যান্ডবল করেন আল ইত্তিফাকের ফুটবলার। পেনাল্টি স্পট থেকে গোল করতে ভুল করেননি রোনাল্ডো। চলতি মরশুমে সৌদি প্রো লিগে পর্তুগিজ তারকার গোল সংখ্যা ১৭টি। যা এখনও পর্যন্ত লিগে সর্বোচ্চ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.