Advertisement
Advertisement
Cristiano Ronaldo

ওহ রোনাল্ডো! বাইসাইকেল কিকে অনবদ্য গোল, নজির গড়ে পর্তুগালকে কোয়ার্টারে তুললেন CR7

উনচল্লিশেও অপ্রতিরোধ্য রোনাল্ডো।

Cristiano Ronaldo scores from bicycle kick as Portugal beat Poland 5-1
Published by: Subhajit Mandal
  • Posted:November 16, 2024 10:09 am
  • Updated:November 16, 2024 10:14 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর বয়স ৩৯। যে বয়সে অধিকাংশ ফুটবলার চলে যান বাতিলের খাতায়। অবসর যাপন করেন। সেই বয়সেও তিনি এখন লড়ে চলেছেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এখনও জিতে চলেছেন। চমক দেখিয়ে চলেছেন। এমন সব কাণ্ড ঘটাচ্ছেন যা অন্য ফুটবলারদের জন্য স্বপ্ন।

ম্যাচের ৮৭ মিনিট। ডান প্রান্ত থেকে উড়ে এল ভাসানো বল। দ্বিতীয় পোস্টে অপেক্ষারত রোনাল্ডোর থেকে বলটি সামান্য পিছনে ছিল। হেডার দেওয়া সম্ভব ছিল না। তার পর যেটা হল সেটা এককথায় অবিস্মরণীয়। যেন মুহূর্ত থমকে গেল। ৩৯ বছরের ‘তরুণ’ শূন্যে ছুড়ে দিলেন নিজের শরীর। অবিশ্বাস্য দক্ষতায় বাইসাইকেল কিকে বল জড়িয়ে দিলেন বিপক্ষের জালে। রোনাল্ডোর সেই গোল দেখলে সত্যিই অস্ফুটে বলে উঠতে হয়, আহা কী দেখিলাম!

Advertisement

শুক্রবার রাতে উয়েফা নেশনস লিগে পোল্যান্ডের বিরুদ্ধে একপেশে ম্যাচে জিতেছে পর্তুগাল। আর সেই একপেশে জয়ের কারিগর ৩৯ বছর বয়সে রোনাল্ডোই। ৮৭ মিনিটের ওই অবিশ্বাস্য গোলের আগে ৭২ মিনিটে পেনাল্টি থেকে গোল করেছেন তিনি। রয়েছে একটি অ্যাসিস্টও। সব মিলিয়ে পর্তুগাল জিয়েছে ৫-১ গোলে। বাকি গোলগুলি করেন রাফায়েল লিয়েও, পেড্রো নেটো এবং ব্রুনো ফার্নান্ডেজ। ৮৮ মিনিটে একটি গোল শোধ করেন ডমিনিক মারজুক।

এটা রোনাল্ডোর আন্তর্জাতিক কেরিয়ারের ১৩২তম জয়। সেটাও রেকর্ড। আন্তর্জাতিক ফুটবলে এটাই একজন ফুটবলারের জন্য সবচেয়ে বেশি জয়। এর আগে স্পেনের সের্জিও র‍্যামোস ১৩১টি ম্যাচ জিতেছিলেন। শুক্রবারের জোড়া গোলে রোনাল্ডোর গোলসংখ্যা গিয়ে দাঁড়াল ৯১০-এ। এদিনের জয়ে পর্তুগালের নেশনস লিগের ফাইনালে ওঠাও নিশ্চিত হয়ে গেল।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement