সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর বয়স ৩৮। যে বয়সে অধিকাংশ ফুটবলার চলে যান বাতিলের খাতায়। তিনি এখনও লড়ে চলেছেন। তিনি এখনও জিতে চলেছেন। কেরিয়ারের সায়াহ্নে এসেও নিজের ফুটবলটাকে উপভোগ করছেন। কিন্তু আর কতদিন! এবার হয়তো রূপকথার গল্পে ইতি টানার সময় এসে গিয়েছে। এবার হয়তো ফুটবলকে বিদায় জানানোর সময় এসে গিয়েছে।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ঠিক করেছেন এবার তিনি অবসর নেবেন। না দিনক্ষণ ঠিক করেননি। শুধু স্থির করে ফেলেছেন, আর যে কদিন ফুটবল খেলবেন, আল-নাসেরের (Al-NASSR) জার্সি গায়েই খেলবেন। ইউরোপে আর ফিরবেন না। অন্য কোনও ক্লাবেও যাবেন না। সৌদি সংবাদমাধ্যম সূত্রের খবর, রোনাল্ডো নাকি আল-নাসের কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন, তিনি আল-নাসেরেই অবসর নিতে চান। তাতে নাকি আল-নাসেরের শীর্ষকর্তারা বেশ খুশিও হয়েছেন।
বিশ্ববাসী রোনাল্ডো ভক্তরা এখন হিসাব হয়তো হিসাব কষা শুরু করেছেন, প্রিয় তারকাকে আর কতদিন খেলার মাঠে দেখা যাবে। চলতি বছরের শুরুতেই আল-নাসেরে যোগ দেন রোনাল্ডো। আড়াই বছরের চুক্তিতে সৌদির ক্লাবে যান ক্রিশ্চিয়ানো। সে চুক্তি শেষ হওয়া অনেক দেরি। এর মাঝে আবার ২০২৪ সালে ইউরো কাপ হওয়ার কথা। তাতে হয়তো খেলবেন ক্রিশ্চিয়ানো।
২০২৬ ফুটবল বিশ্বকাপেও (FIFA World Cup) কি দেখা যাবে রোনাল্ডোকে! আশায় বুক বাঁধতেই পারেন রোনাল্ডো ভক্তরা। শুক্রবারই সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছছেন, যতদিন আমার এই পা জীবিত থাকবে, ততদিন আমি খেলে যেতে চাই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.