Advertisement
Advertisement

Breaking News

Cristiano Ronaldo

মাঠের বাইরেও লড়াই জারি, ফোর্বস তালিকায় মেসিকে টপকালেন রোনাল্ডো

কোনও ভারতীয় কি আছেন এই তালিকায়?

Cristiano Ronaldo overtakes Leo Messi in Forbes's highest paid athlete

ফাইল চিত্র।

Published by: Arpan Das
  • Posted:May 19, 2024 6:36 pm
  • Updated:May 19, 2024 7:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফুটবল মাঠে তাঁরা চিরকালীন প্রতিপক্ষ। বছরের পর বছর তাঁদের প্রতিদ্বন্দ্বিতা দেখে মুগ্ধ হয়েছে ফুটবল বিশ্ব। বর্তমানে দুজনেই ইউরোপ ছেড়ে চলে গিয়েছেন অন্য মহাদেশে। তার পরেও সমানে-সমানে টক্কর চলে দুই কিংবদন্তির মধ্যে। কিন্তু মাঠের বাইরে অন্য এক লড়াইকে মেসিকে (Leo Messi) হারিয়ে দিলেন রোনাল্ডো (Cristiano Ronaldo)।

গোল করার তালিকায় মেসির থেকে বেশ কিছুটা এগিয়ে পর্তুগিজ তারকা। তা সে আন্তর্জাতিক ম্যাচে হোক, কিংবা ক্লাব ফুটবলের লড়াইয়ে। এমনকী সোশাল মিডিয়ায় ফলোয়ারের সংখ্যাতেও অনেকটাই এগিয়ে রয়েছেন রোনাল্ডো। এবার ফোর্বসের (Forbes) সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ক্রীড়াবিদের তালিকায় মেসির হারালেন আল নাসর তারকা।

Advertisement

[আরও পড়ুন: ব্যক্তিগত জীবন নষ্ট করছে! সম্প্রচারকারী চ্যানেলের বিরুদ্ধে রেগে আগুন রোহিত]

সমীক্ষা অনুযায়ী, রোনাল্ডোর আয় ২৬০ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২০০০ কোটি টাকার উপরে। বিশ্বের সমস্ত ক্রীড়াবিদদের তালিকায় একনম্বরে রয়েছেন তিনি। অন্যদিকে মেসির স্থান দুনম্বরেও হয়নি। তিনি রয়েছেন তৃতীয় স্থানে। স্পেনের গলফ খেলোয়াড় জন রাহমের পরে রয়েছেন আর্জেন্টিনার ফুটবলার। ইন্টার মায়ামি তারকার বার্ষিক আয় ১৩৫ মিলিয়ন ডলার।

[আরও পড়ুন: ম্যাচ হেরে বিরাটদের সঙ্গে হাত মেলালেন না ‘হতাশ’ ধোনি, ভাইরাল ভিডিও ঘিরে হইচই]

১১০ মিলিয়ন ডলার আয় নিয়ে ফ্রান্সের এমবাপে (Mbappe) রয়েছেন ষষ্ঠ স্থানে। যাঁর পিএসজি ছাড়া ইতিমধ্যেই নিশ্চিত। রিয়াল মাদ্রিদে এমবাপের সই করা শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করছে ফুটবলমহল। মেসি-এমবাপের প্রাক্তন সতীর্থ নেইমারের (Neymar) আয় ১০৮ মিলিয়ন ডলার। তিনি রয়েছেন সপ্তম স্থানে। গত বছরের আগস্ট মাসে ব্রাজিলিয়ান তারকা সৌদির ক্লাব আল হিলালে সই করেন। কিন্তু এই তালিকা দেখে হতাশ হতে পারেন এদেশের ক্রীড়াভক্তরা। প্রথম দশে স্থান হয়নি কোনও ভারতীয়র।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement