Advertisement
Advertisement
Ballon d’Or

২০ বছর বাদে ব্যালন ডি’অর জয়ের দৌড়ে নেই রোনাল্ডো, লড়াইয়ে মেসি-এমবাপেরা

সৌদি লিগে রোনাল্ডোর পারফরম্যান্সকে গুরুত্বই দেওয়া হল না?

Cristiano Ronaldo misses out on Ballon d’Or nomination for 1st time In 20 Years | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:September 7, 2023 11:16 am
  • Updated:September 7, 2023 11:16 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি কি এবার সত্যিই বৃদ্ধ হলেন? ইউরোপীয় ফুটবলের মূল ধারা থেকে ছিটকে গেলেন? গত ২০ বছরে যা নিয়ম হয়ে দাঁড়িয়েছিল, সেই নিয়ম এবার বদলে গেল। ব্যালন ডি’অরের প্রাথমিক শর্টলিস্ট থেকেও বাদ পড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। তিনি নেই, তবে তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি আছেন।

ফ্রান্স ফুটবল বুধবার রাতে ব্যালন ডি’অরের সম্ভাব্য জয়ীদের তালিকা প্রকাশ করেছে। ৩০ সদস্যের সেই তালিকায় নাম রয়েছে লিওনেল মেসি (Leo Messi), এর্লিং হালান্ড, কিলিয়ান এমপাবে, করিম বেঞ্জেমা, হ্যারি কেনদের। তবে মূল লড়াই মেসি, হ্যালান্ড এবং এমবাপের মধ্যেই। মেয়েদের ক্ষেত্রে তালিকায় আছেন আইতানা বোনমাতি, মিলে ব্রাইটরা। সব মিলিয়ে স্পেনের ৬ বিশ্বকাপজয়ী রয়েছেন মেয়েদের ব্যালন ডি’অর তালিকায়।

[আরও পড়ুন: বিশ্বকাপের পরে কি জোড়া কোচ পাবে ভারত? দ্রাবিড়ের ভবিষ্যৎ নিয়ে জল্পনা]

লিওনেল মেসি ৭ বারের ব্যালন ডি’অর জয়ী। গতবছর পর্যন্ত তিনি খেলেছেন প্যারিস সাঁ জাঁ-তে। তবে ব্যালন ডি’অর তালিকায় তাঁর নাম সম্ভবত রয়েছে বিশ্বকাপে অনবদ্য পারফরম্যান্সের জন্য। আবার হ্যালান্ড গতবছর ম্যাঞ্চেস্টার সিটির হয়ে ত্রিমুকুট জিতেছেন। নিজেও করেছেন ৩৩টি গোল। তাৎপর্যপূর্ণভাবে রোনাল্ডোও (Cristiano Ronaldo) আল-নাসেরের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন। কিন্তু সৌদি লিগে রোনাল্ডোর পারফরম্যান্সকে সম্ভবত ততটা গুরুত্ব দেওয়া হয়নি। সেকারণেই ২০০৩ সালের পর এই প্রথম ব্যালন ডি’অর তালিকায় নাম নেই রোনাল্ডোর।

[আরও পড়ুন: ‘মেসির আর্জেন্টিনাকে পাইয়ে দেওয়া হয়েছে বিশ্বকাপ’, এখনও ফুঁসছেন ভ্যান গাল]

কাতার বিশ্বকাপের (Qatar World Cup) পর রোনাল্ডো আল নাসেরে যোগ দেন। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়ে রোনাল্ডোর সৌদি আরবের ক্লাবে খেলতে যাওয়ার প্রভাব ইউরোপিয়ান ফুটবলের উপরেও পড়ে। একের পর এক প্রথম সারির ফুটবলার সৌদির বিভিন্ন ক্লাবে যোগ দিচ্ছেন। সেই তালিকায় নেইমারের মতো ফুটবলারও রয়েছেন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement