Advertisement
Advertisement

Breaking News

Cristiano Ronaldo

‘জন্মদিনের শুভেচ্ছা রইল স্ত্রী’, চুপিসারে বিয়ে সেরে ফেললেন রোনাল্ডো?

২০১৬ থেকে সম্পর্কে রয়েছেন রোনাল্ডো।

Cristiano Ronaldo marriage rumors after social media post

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:January 29, 2025 11:23 pm
  • Updated:January 29, 2025 11:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিনের প্রেম কি এবার পরিণতি পেল? সেরকম গুঞ্জনই শুরু হয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নতুন সোশাল মিডিয়া পোস্ট ঘিরে। গত ২৭ জানুয়ারি রোনাল্ডোর বান্ধবী জর্জিনা রডরিগেজের জন্মদিন ছিল। বিশেষ দিনে বান্ধবীকে শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন আল নাসের তারকা। সেই পোস্ট ঘিরেই সিআর সেভেন অনুরাগীদের মনে প্রশ্ন, অবশেষে কি বিয়েটা সেরে ফেলেছেন তাঁদের প্রিয় তারকা?

২০১৬ থেকে সম্পর্কে রয়েছেন রোনাল্ডো ও জর্জিনা। তাঁদের দুটি সন্তানও রয়েছে। সব মিলিয়ে পাঁচ সন্তান রয়েছে আল নাসের তারকার। কিন্তু এখনও আনুষ্ঠানিকভাবে বিয়ে করেননি তাঁরা। নিজেদের এনগেজমেন্টের কথা প্রকাশ্যে ঘোষণাও করেনি। দীর্ঘদিন ধরে ভক্তরা অপেক্ষা করে আছেন এই সুখবরের। কিন্তু রোনাল্ডো বা জর্জিনা কেউই বিয়ে নিয়ে কিছু বলেননি।

Advertisement

তবে রোনাল্ডোর নতুন পোস্টের পর অনেকেই মনে করছেন, হয়তো বিয়েটা সেরে ফেলেছেন দুজনে। কারণ জর্জিনার সঙ্গে ঘনিষ্ঠভাবে ছবি পোস্ট করেছেন পর্তুগিজ মহাতারকা। সেই ছবির ক্যাপশনে রোনাল্ডো লিখেছেন, “মা, সঙ্গী, বন্ধু, স্ত্রী- তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। তোমার জ্যোতিতে আমরা আলোকিত হই। তোমার ভালোবাসায় আমরা ভরে উঠি।”

জর্জিনাকে ‘স্ত্রী’ বলে সম্বোধন করতেই জোর চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়। বিয়েটা সেরে ফেলেই কি জর্জিনাকে ‘স্ত্রী’ বলছেন রোনাল্ডো? যদিও এই প্রথমবার নয়। আগেও জর্জিনাকে প্রকাশ্যে স্ত্রী বলে ডেকেছেন রোনাল্ডো। নিজের ইউটিউব চ্যানেল শুরু করেই বান্ধবীর সঙ্গে গল্পে মেতে ওঠেন সিআর সেভেন। সেখানে জর্জিনাকে ‘স্ত্রী’ বলে ডাকেন রোনাল্ডো। এমনকী অনেকে দুজনের হাতে বিয়ের আংটিও দেখেছেন বলে বক্তব্য। সেসময়েও দুজনের বিয়ে নিয়ে জল্পনা ছড়িয়েছিল। তবে তারকাজুটি আদৌ বিয়ে সেরে ফেলেছেন কিনা, উত্তর অধরাই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement