Advertisement
Advertisement
Cristiano Ronaldo

আর ‘সিউ’ নয়, হাজারতম ক্লাব ম্যাচে গোল করে নয়া সেলিব্রেশন রোনাল্ডোর

দেখে নিন রোনাল্ডোর নতুন সেলিব্রেশন।

Cristiano Ronaldo made the 1000th appearance of his club career and scored his 874th goal । Sangbad Pratidin

গোলের পরে রোনাল্ডোর উদযাপন। ছবি-সোশাল মিডিয়া থেকে

Published by: Krishanu Mazumder
  • Posted:February 15, 2024 2:49 pm
  • Updated:February 15, 2024 5:29 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিয়াধ সিজন কাপের ফাইনালে তীব্র সমালোচিত হয়েছিলেন। আল হিলাল সমর্থকদের ‘মেসি-মেসি’ ধ্বনিতে মেজাজ হারিয়ে তাঁকে বলতে শোনা গিয়েছিল, ”আমি এখানে খেলতে এসেছি। মেসি নয়।”
সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) এএফসি চ্যাম্পিয়ন্স লিগের (AFC Champions League) শেষ ষোলোর লড়াইয়ে গোল করলেন আল ফাইহার বিরুদ্ধে। নতুন মাইলস্টোন গড়লেন, নতুন উদযাপনও করলেন তিনি। রোনাল্ডোর গোলেই ম্যাচ জেতে আল নাসের।  রোনাল্ডো ধরা দিলেন চেনাপরিচিত অবতারে। 

 

Advertisement

[আরও পড়ুন: ‘শুধু ভদ্রলোক নয়, ক্রিকেট সবার খেলা’, অভিষেকের পর আবেগি বার্তা সরফরাজের বাবার]

 

৮১ মিনিটে গোলটি করেন রোনাল্ডো। সেই গোলের সুবাদেই আল নাসের ১-০ গোলে হারায় আল ফাইহাকে। চলতি বছরে রোনাল্ডোর এটি প্রথম গোল। পর্তুগিজ মহানায়কের ক্লাব কেরিয়ারে এটা হাজার-তম ম্যাচ ছিল। মাইলস্টোনের সেই ম্যাচে রোনাল্ডো গোল করায় তাঁর গোলের সংখ্যা হল ৮৭৪। ২০০২ থেকে ২০২৪, প্রতিবছরই গোল করে আসছেন সিআর সেভেন। 

নতুন বছরে নতুনভাবে উদযাপন করতে দেখা গিয়েছে রোনাল্ডোকে। গোলের পরে যে সেলিব্রেশন সাধারণত করতে দেখা যায় ‘সিআর সেভেন’কে, সেই চেনা পরিচিত ‘সিউ’ সেলিব্রেশন করতে দেখা যায়নি রোনাল্ডোকে। সাধারণত গোলের পরে কিছুটা দৌড়নোর পরে শূন্যে লাফিয়ে মাটিতে নামার সময় আড়াআড়িভাবে হাত দুটি শরীরের দুই পাশে নামিয়ে আনেন রোনাল্ডো। যা তাঁর ট্রেডমার্ক সেলিব্রেশন। 
আল ফাইহার বিরুদ্ধে গোলের পরে রোনাল্ডোকে ‘স্লিপ সেলিব্রেশন’ করতে দেখা গিয়েছে। এর আগেও রোনাল্ডো জাতীয় দলের হয়ে এই ‘স্লিপ সেলিব্রেশন’ করেছেন। লুক্সেমবার্গের বিরুদ্ধে পর্তুগাল ৬-০ গোলে জিতেছিল। সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন সিআর সেভেন। তার পরে এই ‘স্লিপ সেলিব্রেশন’ করতে দেখা গিয়েছিল তাঁকে। আসলে গোলের পরে তিনি যে মানসিক ভাবে তৃপ্ত সেটা বোঝানোর জন্যই রোনাল্ডো হয়তো নতুন সেলিব্রেশন করলেন।
পর্তুগিজ তারকা সোশাল মিডিয়ায় লিখেছেন, ”শেষ ষোলোর শুরুতেই জয় পেয়েছি। দলের সবাই নিজেদের উজাড় করে দিয়েছে।” 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Cristiano Ronaldo (@cristiano)

[আরও পড়ুন: কম ম্যাচ খেলে কমিটিতে পেয়াদাই রাজা, বেশি ম্যাচ খেলেও রাজা হয়ে রয়েছে পেয়াদা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement