Advertisement
Advertisement
রোনাল্ডো

গোল করেই সতীর্থ দিবালার ঠোঁটে চুমু! রোনাল্ডোর কীর্তির ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল

ভিডিওটি দেখে আপনার কী মত?

Cristiano Ronaldo 'Kissing' Paulo Dybala, video goes viral
Published by: Sulaya Singha
  • Posted:January 21, 2020 4:22 pm
  • Updated:January 21, 2020 4:24 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোল করার পরমুহূর্তেই ওটা কী করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! আনন্দে আত্মহারা হয়ে সতীর্থর গলা জড়িয়ে একেবারে ঠোঁটে চুমু থেলেন! ঠিক দেখলেন তো? রোনাল্ডোর কীর্তি দেখে দর্শকদের মনে এমন প্রশ্নই জেগেছিল। ঠিকই দেখেছেন প্রত্যেকে। যে দৃশ্যের ভিডিও এখন নেটদুনিয়ায় ভাইরাল।

রবিবার রাতে সিরি এ-তে পারমার বিরুদ্ধে দুই অর্ধে দুটি গোল করেন জুভেন্তাস মহাতারকা রোনাল্ডো। কিন্তু সেই গোলকেও ছাপিয়ে চর্চায় উঠে আসে স্কোর করার পর পর্তুগিজ স্ট্রাইকার কীর্তি। ঠিক কী ঘটেছিল সেদিন মাঠে? ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে প্রথমার্ধে গোল করে দলকে এগিয়ে দেন সিআর সেভেন। তবে দ্বিতীয়ার্ধ শুরুর দশ মিনিটের মধ্যেই খেলায় সমতা ফেরায় পারমা। কিন্তু রোনাল্ডোর আক্রমণের ঝাঁঝ বেশিক্ষণ আটকে রাখতে পারেনি বিপক্ষের রক্ষণ। মিনিট তিনেক পরই দিবালার পাশ থেকে দ্বিতীয়বার জালে বল জড়ান রোনাল্ডো। তারপরই সাইডলাইনের দিকে দৌড়ে আসার সময় দেখা যায়, সতীর্থ দিবালার গলা জড়িয়ে তাঁর ঠোঁটে চুম্বন করেন রোনাল্ডো। সেই দৃশ্যটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। অনেকেই রোনাল্ডোর কীর্তিতে হেসে খুন। অনেক ফুটবলভক্ত আবার লিখছেন, এমন ঘটনায় রোনাল্ডোর পুরনো সতীর্থ মার্সেলো (রিয়াল মাদ্রিদ) হয়তো কষ্টই পাবেন।

Advertisement

[আরও পড়ুন: চোট গুরুতর, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বাদ ধাওয়ান!]

তবে অনেকের মতে গোটা ঘটনা নেহাতই কাকতালীয়। অর্থাৎ দিবালার গালে চুমু খেতে যাচ্ছিলেন রোনাল্ডো (Cristiano Ronaldo)। কিন্তু ঠিক সেই সময়ই আর্জেন্টাইন স্ট্রাইকার সিআর সেভেনের দিকে মুখ ঘোরান। আর তাতেই হয়তো ঠোঁটে ঠোঁট ছুঁয়ে যায় তাঁদের। তাই এ নিয়ে বিতর্কের কোনও কারণ নেই।

[আরও পড়ুন: কেন্দ্রীয় ক্রীড়া উপদেষ্টা কমিটি থেকে বাদ শচীন-আনন্দ, পরিবর্ত হিসেবে এলেন এঁরা]

মরশুমের শুরুর দিকে হাঁটুতে চোটের কারণে ভুগতে হয়েছিল রোনাল্ডোকে। তবে রবিবার ফের নিজের জাত চেনালেন স্ট্রাইকার। জুভেন্তাস কোচ সারি বলছেন, “রোনাল্ডো চোট-আঘাত সারিয়ে দুর্দান্তভাবে ফিরে এসেছে। ধারাবাহিকভাবে প্র্যাকটিস করেছে। ও দারুণ ফিট আছে।” রবিবারের জয়ের ফলে ২০ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে সেরি এ-র শীর্ষেই জুভেন্টাস।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement