Advertisement
Advertisement

Cristiano Ronaldo: রোনাল্ডোর দুরন্ত হ্যাটট্রিক, আল ফাতহে-কে উড়িয়ে দিল আল নাসের

হ্যাটট্রিক করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

Cristiano Ronaldo hat trick and Sadio Mane brace sees Al Nassr fc thump against Al Fatheh by 5-0। Sangbad Pratidin

গোলের পর সাদিও মানের সঙ্গে সেলিব্রেশনে মজে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ছবি: টুইটার

Published by: Sabyasachi Bagchi
  • Posted:August 26, 2023 4:27 pm
  • Updated:August 26, 2023 4:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৯০ মিনিটের যুদ্ধে ফের একবার জ্বলে উঠলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। তাঁর হ্যাটট্রিকের সঙ্গে যোগ হল সাদিও মানে (Sadio Mane) এবং ওটাভিওর গোল। ফলে চলতি সৌদি প্রো লিগে (Saudi Pro League) আল ফাতেহ-র (Al Fatheh) বিরুদ্ধে ৫-০ গোলে জয় পেল আল নাসের (Al Nassr FC)।

এই নিয়ে নিজের কেরিয়ারে ৬৩তম হ্যাটট্রিক করলেন সিআর সেভেন (CR7)। এবং চলতি মরসুমে প্রথম হ্যাটট্রিকের দেখা পেলেন পর্তুগালের (Portugal) মহাতারকা।

Advertisement

[আরও পড়ুন: ফের ভারত-পাক মহারণ! মেগা ফাইনালের আগে নীরজকে শুভেচ্ছা জানালেন আর্শাদ]

তাঁর কাছে বয়স শুধু একটা সংখ্যা মাত্র। শেষ বিশ্বকাপে মেসি যখন চ্যাম্পিয়ন হয়েছিল, তখন চোখের জলে ব্যর্থ হয়ে পর্তুগালের জার্সিতে বিদায় নিয়েছিলেন। এরপর রোনাল্ডো যখন সৌদি আরবে খেলতে গেলেন, অনেকেই বলেছিলেন ইউরোপের কেউ তাঁকে নেয়নি, তাই বাধ্য হয়ে গিয়েছেন। সব প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতেই তো নিয়ে আসা হয়েছে তাঁকে!

সেই চাপই হয়তো ভেতরে-ভেতরে তাতিয়ে দিয়েছিল রোনাল্ডোকে। তবে হ্যাটট্রিক করে দলকে জিতিয়ে ম্যাচে শেষে অবশ্য কৃতিত্বটা পুরো দলকেই দিয়েছেন তিনি। পাশাপাশি অসাধারণ ফুটবল খেলেছেন সাদিও মানে, ওটাভিওরা।

[আরও পড়ুন: কাপ যুদ্ধে বিরাটকে কত নম্বরে ব্যাট করা উচিত? জানালেন প্রাক্তন মহাতারকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement