Advertisement
Advertisement
Cristiano Ronaldo

৯০০ গোলের রেকর্ড উদযাপন, ‘সর্বকালের সেরা’ জার্সিতে রোনাল্ডোকে সম্মান আল নাসেরের

সৌদি প্রো লিগে যদিও আটকে গেল রোনাল্ডোর ক্লাব।

Cristiano Ronaldo gets 'GOAT' tribute as AL Nassr felicitate him with 900 Goals jersey
Published by: Arpan Das
  • Posted:September 14, 2024 4:53 pm
  • Updated:September 14, 2024 4:53 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেকর্ডের আরেক নাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সম্প্রতি বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে ৯০০ গোল করেছেন পর্তুগিজ কিংবদন্তি। তার পর যাত্রা শুরু করেছেন ১০০০ গোলের দিকেও। আন্তর্জাতিক জার্সিতে ফুল ফোটানোর পর ক্লাব ফুটবলে অভিনব সংবর্ধনা অপেক্ষা করে ছিল রোনাল্ডোর জন্য। আল নাসেরের হয়ে মাঠে ফেরার সঙ্গেই রাজকীয় আতিথেয়তা পেলেন তিনি।

সৌদি আরবের ক্লাব আল নাসেরের জার্সিতেও অসংখ্য গোল করেছেন রোনাল্ডো। বলা যায়, তাঁর আগমনের সূত্র ধরেই সৌদি ফুটবলে ইউরোপীয় তারকাদের পদার্পণ ঘটেছে। সেদিক থেকেও তিনি পথ প্রদর্শক। ইতিমধ্যেই সৌদি প্রো লিগের লড়াইয়ে নেমে পড়েছে রোনাল্ডো ও তাঁর দল। মাঝে আন্তর্জাতিক ফুটবলে পর্তুগালের জার্সিতে নেমেছিলেন। সেখানেই গড়েন ৯০০ গোলের ইতিহাস।

Advertisement

আল নাসেরের হয়ে মাঠে নামতেই তাঁর হাতে তুলে দেওয়া হল একটি বিশেষ জার্সি। যেখানে লেখা ছিল ‘GOAT’। সাধারণত যার অর্থ করা হয়, Greatest of All Time বা সর্বকালের সেরা। তার নিচে লেখা ৯০০ গোল। তাতেই শেষ নয়, গ্যালারিতেও ছিল রোনাল্ডোর জন্য টিফো। সেখানেও কিংবদন্তি ফুটবলারের সঙ্গে ঐতিহাসিক ৯০০ গোলের কৃতিত্বের কথা বলা হয়েছে।Cristiano Ronaldo gets 'GOAT' tribute as AL Nassr felicitate him with 900 Goals jersey

তবে আল আহলির বিরুদ্ধে এই ম্যাচে জয় পায়নি আল নাসের। প্রথমে কেসির গোলে এগিয়ে গিয়েছিল আল আহলি। একেবারে শেষ মুহূর্তে আত্মঘাতী গোলে সমতা ফেরায় আল নাসের। বল দখলের শতাংশ থেকে গোলমুখী শট, সব দিকেই এগিয়ে ছিল তারা। গোল পাননি রোনাল্ডো। যদিও হার মানতে নারাজ তিনি। ম্যাচের পর সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস রাখুন’।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Cristiano Ronaldo (@cristiano)

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement