Advertisement
Advertisement
Cristiano Ronaldo

১০০ কোটি ফলোয়ার! বিশ্বের প্রথম ব্যক্তি হিসাবে নজির রোনাল্ডোর

দিনকয়েক আগে একমাত্র ফুটবলার হিসাবে ৯০০ গোল করেছেন রোনাল্ডো।

Cristiano Ronaldo crossed 1 billion followers in social media

রোনাল্ডো। ফাইল চিত্র

Published by: Anwesha Adhikary
  • Posted:September 13, 2024 12:31 pm
  • Updated:September 13, 2024 1:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফুটবল মাঠে নামলেই একের পর এক রেকর্ড গড়েন। দিনকয়েক আগে একমাত্র ফুটবলার হিসাবে ৯০০ গোল করেছেন। এবার সোশাল মিডিয়ায় নয়া নজির গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। একমাত্র ব্যক্তি হিসাবে সোশাল মিডিয়ায় ১০০ কোটি ফলোয়ার হয়েছে তাঁর। উল্লেখ্য, সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন সিআর সেভেন। মাত্র এক সপ্তাহের মধ্যেই সেখানে সাবস্ক্রাইবার সংখ্যা ৫০ মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে।

বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে রোনাল্ডো জানান, “ইতিহাস গড়েছি আমরা। ১ বিলিয়ন ফলোয়ার হয়েছে আমাদের। ১০০ কোটি কেবল একটা সংখ্যা নয়। ফুটবলের প্রতি ভালোবাসা আর নিষ্ঠার প্রমাণ। মাদেইরার রাস্তা থেকে শুরু করে বিশ্বের সর্বোচ্চ মঞ্চে ফুটবল খেলেছি। সবসময়ে আমার পাশে থেকেছেন ভক্তরা। আমার উপর বিশ্বাস রাখার জন্য, পাশে থাকার জন্য সকলকে অনেক ধন্যবাদ। তবে আমার সেরাটা আসতে এখনও বাকি রয়েছে। একসঙ্গে মিলে আমরা আরও ইতিহাস গড়তে পারি।”

Advertisement

[আরও পড়ুন: ম্যাচ হেরে ক্যামেরাম্যানকে চড়, বিতর্কে এমি মার্টিনেজ

সোশাল মিডিয়ার একাধিক অ্যাপে রোনাল্ডোর অ্যাকাউন্ট রয়েছে। প্রত্যেকটি অ্যাকাউন্টেই প্রচুর ফলোয়ার রয়েছে তাঁর। পরিসংখ্যান বলছে, ইনস্টাগ্রামে রোনাল্ডোর ফলোয়ার সংখ্যা ৬৩৯ মিলিয়ন। ফেসবুকে এই সংখ্যাটা ১৭০.৫ মিলিয়ন। এক্স হ্যান্ডেলেও ১১৩ মিলিয়ন ফলোয়ার রয়েছে পর্তুগিজ মহাতারকার। সদ্যই নিজের ইউটিউব চ্যানেল শুরু করেছেন রোনাল্ডো। দ্রুততম হিসাবে ১ মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে রোনাল্ডোর চ্যানেলে। মাত্র এক সপ্তাহে সাবস্ক্রাইবার সংখ্যা ছাড়িয়েছে ৪৬ মিলিয়ন। সমস্ত সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম মিলিয়ে আপাতত ১ বিলিয়ন ছাড়িয়েছে রোনাল্ডোর ফলোয়ার সংখ্যা। 

[আরও পড়ুন: আদালতে আবেদন কেন? আনোয়ার ও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে পালটা ফেডারেশনে মোহনবাগান

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement