Advertisement
Advertisement

Breaking News

Arab Club Champions Cup

মহানায়কীয় পারফরম্যান্সে আল-নাসেরের হয়ে প্রথম ট্রফিজয় রোনাল্ডোর, গড়লেন রেকর্ডও

গার্ড মুলারের রেকর্ড ভাঙলেন রোনাল্ডো।

Cristiano Ronaldo creates history by scoring twice in Arab Club Champions Cup | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:August 13, 2023 9:41 am
  • Updated:August 13, 2023 9:41 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর বয়স ৩৮। যে বয়সে অধিকাংশ ফুটবলার চলে যান বাতিলের খাতায়। কিন্তু তাঁর নাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই বয়সে এসেও তাঁকে নতুন নতুন রেকর্ড গড়তে হয়। এবং তিনি গড়েন। যেমনটা গড়লেন রবিবার রাতে। নিজের ক্লাব আল-নাসেরকে শুধু যে প্রথম ট্রফি দিলেন তাই নয়, সেই সঙ্গে গড়ে ফেললেন গার্ড মুলারের (Gerd Muller) রেকর্ডও।

রবিবার রাতে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের (Arab Club Champions Cup) ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আল-হিলালকে ২-১ গোলে হারিয়ে দিল রোনাল্ডোর ক্লাব আল-নাসের। আল-নাসেরের হয়ে দু’টি গোলই করলেন রোনাল্ডো। তাৎপর্যপূর্ণ একজন ফুটবলার লালকার্ড দেখায় ম্যাচের দীর্ঘ সময় ১০ জনে খেলতে হয়েছে রোনাল্ডোদের। তা সত্ত্বেও স্রেফ সিআর সেভেনের (CR7) মহানায়কোচিত পারফরম্যান্সের সুবাদে গত দুই মরশুমের প্রথম ট্রফি জিতল আল-নাসের।

Advertisement

[আরও পড়ুন: স্টেশনে হেল্প ডেস্ক খোলা-সহ একাধিক সুবিধা, পরিযায়ী শ্রমিকদের জন্য আরও পরিষেবা নবান্নের]

রবিবার ম্যাচের প্রথম গোলটি পেয়েছিল আল-হিলালই (Al-Hilal)। ৫১ মিনিটে গোলটি করেন আল-হিলালের মাইকেল। পিছিয়ে পড়েন রোনাল্ডোরা। ম্যাচের ৭৪ মিনিটে আবার লাল-কার্ড দেখেন আল-নাসেরের আমিরি। ১ গোলে পিছিয়ে পড়ার পর আবার একজন ফুটবলার কমে যায় আল-নাসেরের। সেখান থেকে স্রেফ রোনাল্ডর ক্যারিশমায় ম্যাচে ফেরে তাঁর ক্লাব। ৭৫ মিনিটেই সমতা ফেরান ক্রিশ্চিয়ানো। খেলা অতিরিক্ত সময়ে গড়ালে ৯৮ মিনিটে দুর্দান্ত হেড দিয়ে দ্বিতীয় গোলটি করেন তিনি। আল-নাসের জেতে ২-১ গোলে। নতুন ক্লাবে রোনাল্ডোর এটি প্রথম ট্রফি।

[আরও পড়ুন: প্রেমিকার বাড়ি থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, বিক্ষোভ-ভাঙচুর উন্মত্ত জনতার]

শুধু ট্রফি জয় নয়, এদিন গার্ড মুলারের রেকর্ডও ভেঙেছেন ক্রিশ্চিয়ানো। আল-হিলারের বিরুদ্ধে করা তাঁর দ্বিতীয় গোলটি হেড দিয়ে করা কেরিয়ারের ১৪৫তম গোল। হেড দিয়ে এত গোল আর কোনও ফুটবলার করেননি। এর আগে এই রেকর্ড ছিল গার্ড মুলারের দখলে। তিনি কেরিয়ারের ১৪৪টি গোল করেছিলেন হেডারের মাধ্যমে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement