ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্লাবের পর দেশের জার্সিতেও। বিধ্বংসী ফর্ম অব্যাহত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। উয়েফা নেশনস লিগে পোল্যান্ডের বিরুদ্ধে গোল করলেন। ১০০০ গোলের দিকে আরও এক পা এগিয়ে রইলেন। আন্তর্জাতিক গোলদাতার তালিকাতেও ক্রমশ ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছেন পর্তুগিজ কিংবদন্তি।
এদিন পোল্যান্ডের ঘরের মাঠে গিয়ে পর্তুগাল জিতল ৩-১ গোলে। তার মধ্যে দ্বিতীয় গোলটি রোনাল্ডোর। ২৬ মিনিটে পর্তুগালকে এগিয়ে দিয়েছিলেন বার্নার্দো সিলভা। ৩৭ মিনিটে পর্তুগালের জার্সিতে ১৩৩ নম্বর গোলটি করেন রোনাল্ডো। রাফায়েল লিয়াওয়ের শট বারে লেগে ফিরে এলেও ঠিক জায়গায় ছিলেন রোনাল্ডো। মুহূর্তের মধ্যে জালে বল জড়িয়ে দেন তিনি। তার আগে অবশ্য আরেকটি বল বারে লেগে ফিরে আসে। নিজে গোল না করে ব্রুনো ফার্নান্দেজের জন্যও একটি বল সাজিয়ে দিয়েছিলেন। কিন্তু সেটা কাজে লাগাতে ব্যর্থ হন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তারকা।
সব মিলিয়ে কেরিয়ারে ৯০৬ গোলটি হয়ে গেল রোনাল্ডোর। যে ফর্মে তিনি আছেন, তাতে ১০০০ গোলের অবিশ্বাস্য মাইলফলক ছুঁতে আর বেশি দিন লাগার কথা নয়। আল নাসেরের হয়েও নিয়মিত গোল করছেন। নেশনস লিগেও তিনটি ম্যাচের সবকটিতেই গোল করলেন। ৭৮ মিনিটে পোল্যান্ডের জিলেনস্কি একটি গোল শোধ করেন। কিন্তু ৮৮ মিনিটে বেডনারেকের আত্মঘাতী গোলে ম্যাচে প্রত্যাবর্তনের স্বপ্ন শেষ হয়ে যায় পোল্যান্ডের। সেভাবে জ্বলে উঠতে পারেননি তাদের তারকা স্ট্রাইকার লেওয়ানডস্কি।
শুধু মাঠে নয়, মাঠের বাইরেও মন জিতে চলেছেন সিআর৭। এক ভক্ত মাঠে ঢুকে পড়েন তাঁর সঙ্গে সেলফি তোলার জন্য। নিরাপত্তাকর্মীরা বাধা দিতে এলে তাদের আটকে দেন রোনাল্ডো। ওই ভক্তের সঙ্গে সেলফি তোলেন তিনি। পাঁচবারের ব্যালন ডিওর জয়ীর মানবিকতায় মুগ্ধ নেটদুনিয়া। সব ম্যাচ জিতে নেশনস লিগের গ্রুপ এ-তে শীর্ষে আছে পর্তুগাল। অন্যদিকে গ্রুপ ডি-র ম্যাচে ডেনমার্ককে হারাল ইউরোজয়ী স্পেন। ৭৯ মিনিটে তাদের হয়ে একমাত্র গোলটি করেন জুবিমেন্ডি।
Cristiano Ronaldo❤️.. the other side of him the media won’t show you pic.twitter.com/bADd28LZBL
— Abochie (Fan) 🧘🏽♂️ (@_abochie) October 13, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.