Advertisement
Advertisement
Cristiano Ronaldo Instagram

এবার মাঠের বাইরেও রেকর্ড, বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে অনন্য কীর্তি রোনাল্ডোর

ইউরো চলাকালীনই ভেলকি দেখাচ্ছেন পর্তুগাল অধিনায়ক।

Cristiano Ronaldo becomes first person to reach 300 million followers mark on Instagram | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:June 18, 2021 6:54 pm
  • Updated:July 2, 2021 4:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউরো কাপ চলাকালীনই সোশ্যাল মিডিয়ায় অনবদ্য রেকর্ড ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ( Cristiano Ronaldo)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ইনস্টাগ্রামে ৩০০ মিলিয়ন অর্থাৎ ৩০ কোটি ফলোয়ার ছুঁয়ে ফেললেন সিআর সেভেন। ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যার নিরিখে ক্রিশ্চিয়ানোর ধারেকাছে নেই অন্য কোনও অ্যাথলিট। দ্বিতীয় স্থানে থাকা ডোয়েন দ্য রক জনসনের ফলোয়ার সংখ্যা ২৪৬ মিলিয়ন। অর্থাৎ ২৪ কোটি ৬০ লক্ষের আশেপাশে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Cristiano Ronaldo (@cristiano)

Advertisement

তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যার পায়ের ছোঁয়ায় বদলে যেতে পারে যে কোনও ফুটবল ম্যাচের ভাগ্য। যার সামান্য একটা কথাতেই কোটি কোটি টাকা লোকসান হতে পারে বিশ্বখ্যাত ঠান্ডা পানীয় সংস্থার। খেলার মাঠে তিনি যতটা দাপট দেখাতে পারেন। সোশ্যাল মিডিয়াতেও তাঁর দাপট ততটাই। বিশেষ করে মহিলা মহলে রোনাল্ডোর জনপ্রিয়তা অন্য মাত্রার। সেই গগনচুম্বী জনপ্রিয়তায় ভর করেই ভারচুয়াল দুনিয়ায় এই নয়া রেকর্ডের মালিক হলেন CR-7। এর আগে ইনস্টায় ২০০ মিলিয়ন ফলোয়ার সংখ্যাও তিনিই প্রথম ছুঁয়েছিলেন। ফুটবল মাঠে মেসি (Leo Messi) যতই তাঁর প্রতিদ্বন্দ্বী হোন,ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যার হিসেবে রোনাল্ডোর ধারেকাছে নেই আর্জেন্টিনার অধিনায়ক। ইনস্টায় মেসির ফলোয়ার সংখ্যা ২১৯ মিলিয়ন।

[আরও পড়ুন: টোকিও অলিম্পিকের দল ঘোষণা করল ব্রাজিল, বাদ নেইমার]

শুধু ফলোয়ার সংখ্যার নিরিখেই নয়, ইনস্টাগ্রাম (Instagram) থেকে রোজগারের নিরিখেও বিশ্বের সেরা রোনাল্ডোই। শেষ প্রকাশিত হিসেব অনুযায়ী, ২০১৯ সালের মার্চ থেকে ২০২১ সালের মার্চ মাস পর্যন্ত রোনাল্ডো ইনস্টা থেকে রোজগার করেছেন ৫০.৩ মিলিয়ন মার্কিন ডলার। যা কিনা জুভেন্তাসে খেলার বেতনের থেকেও বেশি। জুভেন্তাসে খেলে রোনাল্ডো বার্ষিক ৩৩ মিলিয়ন ইউরো রোজগার করেন। গতবছর বিশ্বের অ্যাথলিটদের মধ্যে সবচেয়ে বেশি ১২০ মিলিয়ন ডলার রোজগার করেছিলেন ক্রিশ্চিয়ানোই।

প্রসঙ্গত, চলতি ইউরোতে (Euro Cup 2020) পর্তুগালের জার্সি গায়ে প্রথম ম্যাচেই জোড়া গোল করেছেন রোনাল্ডো। তাঁর জোড়া গোলের সুবাদেই হাঙ্গেরির বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করেছে পর্তুগাল। তাঁদের পরবর্তী ম্যাচ জার্মানির বিরুদ্ধে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement