Advertisement
Advertisement

Breaking News

করোনা মোকাবিলায় রোনাল্ডো-মেসি

করোনা আক্রান্তদের পাশে রোনাল্ডো-মেসি, বড় আর্থিক সাহায্য দুই তারকার

করোনার বিরুদ্ধে লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বীরাই জুটি বাঁধলেন।

Cristiano Ronaldo and Lionel Messi donates in fight against coronavirus

ফাইল ছবি

Published by: Subhamay Mandal
  • Posted:March 26, 2020 1:48 pm
  • Updated:March 26, 2020 1:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফুটবলবিশ্বে তাঁরা পরিচিত চিরপ্রতিদ্বন্দ্বী হিসাবে। তবে করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রতিদ্বন্দ্বীরাই জুটি বাঁধলেন। তাঁরা–ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ও লিওনেল মেসি (Lionel Messi)। এমন সঙ্কটজনক অবস্থায় অভিনব উদ্যোগ নিলেন দুই ফুটবল নক্ষত্র। করোনা আক্রান্তদের চিকিৎসার জন‌্য বার্সেলোনার এক হাসপাতালকে ১ মিলিয়ন ইউরো অনুদান দিলেন মেসি। তবে সেই অর্থের মধ্যে অর্ধেকটা আর্জেন্টিনার এক হাসপাতালকেও দেওয়া হবে।

আপাতত করোনার জেরে স্থগিত লা লিগা (La Liga)। নিজের বাড়িতেই লকডাউনে রয়েছেন মেসি। এমন অবস্থাতেও করোনা নিয়ে সবাইকে সতর্ক করে চলেছেন ছ’বারের ব‌্যালন ডি’অর জয়ী ফুটবলার। কয়েকদিন আগেই একটা বিশেষ ভিডিও তৈরি করেন মেসি। এই মহামারির সংক্রমণ থেকে বাঁচতে কী কী করা উচিত সেই ভিডিওতে বলেন বার্সা মহাতারকা। এ বার আর্থিক অনুদানের পর স্বভাবতই সোশ‌্যাল নেটওয়ার্ক জুড়ে শুধুই মেসি-বন্দনা। এক জনৈক ফুটবলপ্রেমী যেমন পোস্ট করলেন, ‘মেসি প্রমাণ করল কেন ও মাটির মানুষ।’

Advertisement

[আরও পড়ুন: ‘অন্তত একজন দরিদ্রকে সাহায্য করুন’, দেশবাসীর কাছে আবেদন সুনীল ছেত্রীর]

এ বার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো প্রসঙ্গে আসা যাক। করোনা সংক্রমণ দিনের পর দিন বেড়েই চলেছে পর্তুগালে। দেখা যাচ্ছে পর্তুগালের অধিকাংশ হাসপাতালগুলোয় করোনা চিকিৎসার সরঞ্জামের অভাব হচ্ছে। সাময়িক ভাবে সেই সমস‌্যা মেটাতে তাই তো আসরে নামলেন পাঁচ বারের ব্যালন ডি’অরজয়ী ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও তাঁর এজেন্ট জর্জ মেন্ডেস। দু’জনে মিলিতভাবে পর্তুগালের কয়েকটা হাসপাতালকে ১.৮ মিলিয়ন ডলারের অনুদান দিলেন। যে আর্থিক সাহায্যের সৌজন্যে হাসপাতালগুলো গুরুত্বপূর্ণ চিকিৎসার সরঞ্জামের ব্যবস্থা করতে পারবে। রোনাল্ডো ও তাঁর এজেন্টের প্রশংসা করে এক স্বাস্থ্যকর্মী তাই তো বললেন, ‘‘এমন সঙ্কটের সময়ে রোনাল্ডো ও জর্জের এই আর্থিক সাহায্য কেউ কোনওদিন ভুলবে না। এই লড়াই আমরা জিতবই।’’

[আরও পড়ুন: স্টেডিয়াম বদলে গেল হাসপাতালে, করোনা মোকাবিলায় বিশেষ উদ্যোগ ফুটবল ক্লাবগুলির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement