Advertisement
Advertisement

এবার রোনাল্ডোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ মার্কিন মহিলার

অভিযোগ অস্বীকার করেছেন সিআর সেভেন।

Cristiano Ronaldo accused of raping an US woman
Published by: Subhajit Mandal
  • Posted:September 29, 2018 3:50 pm
  • Updated:September 29, 2018 3:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউরোপিয়ান ফুটবলারদের জীবনযাত্রা নিয়ে আলাদা করে বলার কিছু নেই। প্রচুর অর্থ আর উদ্দাম যৌনতা। আর ফুটবলারের নাম যদি হয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তাহলে তো কথায় নেই। কিম কার্দাশিয়ান, ইরিনা শায়েক থেকে শুরু করে বিপাশা বসু পর্যন্ত একাধিক সুপার মডেলের সঙ্গে নাম জড়িয়েছে সিআর সেভেনের। আপাতত জর্জিনার সঙ্গে সংসার পেতে বেশ সুখেই ঘর করছেন পাঁচবারের ব্যালন ডি’ অর-জয়ী।

[লেজেন্ড ম্যাচে লজ্জার হার মোহনবাগানের, গোলের মালা বার্সেলোনার]

কিন্তু রোনাল্ডোর সুখের সংসারে আচমকা ধুমকেতুর মতো হাজির অশান্তির কালো মেঘ। ৯ বছরের পুরনো একটি ঘটনা এবার আদালত পর্যন্ত গড়িয়ে নিয়ে গেল পর্তুগাল অধিনায়ককে। আসলে এক মার্কিন মহিলা দাবি করেছেন রোনাল্ডো নাকি ২০০৯ সালে তাঁকে ধর্ষণ করেছিলেন। মরশুম শেষে ছুটি কাটাতে গিয়ে লাস ভেগাসের একটি বিলাসবহুল হোটেলে ওই মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক হয় রোনাল্ডোর। ক্যাথরিন মায়োরগা নামের ওই মহিলা একটি জার্মান সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই দাবি করেন। ইতিমধ্যেই নাকি আদালতেরও দ্বারস্থ হয়েছেন ক্যাথরিন।

Advertisement

[প্রথম ভারতীয় মহিলা হিসাবে মানাসলু শৃঙ্গ জয় চন্দননগরের পিয়ালির]

কিন্তু প্রশ্ন হচ্ছে, ক্যাথরিনের সঙ্গে যদি রোনাল্ডোর সম্পর্ক হয়েই থাকে তাহলে এতদিন পরে কেন তা প্রকাশ্যে আনা হচ্ছে। আর যদি দু’জনের সম্মতিতে সম্পর্ক হয়ে থাকে তাহলে তাঁকে ধর্ষণ বলা হচ্ছে কেন। ক্যাথরিনের দাবি, সেসময় শারীরিক সম্পর্কের জন্য মোটা অংকের টাকা দিয়েছিলেন রোনাল্ডো। কিন্তু ক্যাথরিনের আইনজীবী দাবি করেছেন, যে আর্থিক চুক্তি হয়েছিল তাঁর শর্তপূরণ করা হয়নি। তাছাড়া তাঁর মক্কেলের সেই শারীরিক সম্পর্কের জন্য প্রচুর শারীরিক সমস্যার সৃষ্টি হয়েছে। আর সেকারণেই তাঁরা আদালতের দ্বারস্থ হচ্ছেন। জার্মান সংবাদমাধ্যমটি ক্যাথরিনের বয়ানের একটি ভিডিও প্রকাশ করে এই অভিযোগের বিষয়টি প্রকাশ্যে এনেছে। এদিকে, রোনাল্ডোর আইনজীবী পুরো অভিযোগটি অস্বীকার করেছেন। তাঁর দাবি, জার্মান সংবাদমাধ্যমটি যাচাই না করে শুধুমাত্র ভিত্তিহীন খবর প্রকাশ করেছে। ওই সংবাদমাধ্যমকে আইনি নোটিস পাঠানো হবে বলেও জানানো হয়েছে ক্রিশ্চিয়ানোর তরফে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement