সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার জেরে একের পর এক খারাপ খবর ফুটবলপ্রেমীদের জন্য। সবচেয়ে বেশি আসছে ইটালি থেকেই। এবার ভাইরাসে আক্রান্ত ইটালির কিংবদন্তী ফুটবলার পাওলো মালদিনি ও তাঁর ছেলে। ইটালির বিখ্যাত ফুটবল ক্লাব এসি মিলানের প্রাক্তনী মালদিনি এখন সেখানকার টেকনিক্যাল ডিরেক্টর। দুজনেই আপাতত নিজেদের বাড়িতে আইসোলেশনে রয়েছেন। জানা গিয়েছে, করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে গিয়েছিলেন মালদিনি।
বর্তমানে এসি মিলানের টেকনিক্যাল ডিরেক্টর পদে রয়েছেন মালদিনি। ছেলে ড্যানিয়েল ফুটবল জগতে এসেছেন বাবার হাত ধরেই। খেলেন এসি মিলানের যুব দলে। সম্প্রতি ক্লাবের ট্রেনিংয়ে এসে অসুস্থ বোধ করেন ড্যানিয়েল। এরপর ক্লাবের তরফে তাঁর রক্তের নমুনা পাঠানো হয় পরীক্ষার জন্য। পরীক্ষায় রক্তে করোনা ভাইরাস মেলে। আপাতত মালদিনি এবং তাঁর ছেলে দু’সপ্তাহের জন্য আইসোলেশনে চলে গিয়েছেন।
প্রসঙ্গত, ইটালির জার্সিতে চারটি বিশ্বকাপ খেলেছেন পাওলো মালদিনি। ১৯৯০, ১৯৯৪, ১৯৯৮, ২০০২ সালের বিশ্বকাপ খেলেন তিনি। দেশের সর্বকালের সেরা ডিফেন্ডার ইটালির জার্সিতে খেলেছেন ১২৬টি ম্যাচ। এসি মিলানের হয়ে রেকর্ড ৬৪৭টি ম্যাচ। ৫১ বছরের পাওলো মালদিনি বিশ্ব ফুটবলের কিংবদন্তী। তিনি ভাইরাসে সংক্রমিত হওয়ার খবরে মুষড়ে পড়েছেন অনুরাগীরা। এদিকে, জানা গিয়েছে, জুভেন্তাসের তারকা ফুটবলার পাওলো দিবালা এবং তাঁর বান্ধবী করোনায় আক্রান্ত।
উল্লেখ্য, কিছুতেই থামছে না ইটালির মৃত্যু মিছিল। প্রতিদিনই মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে সেখানে। গড়ছে নতুন নতুন নজির। গোটা দেশজুড়ে যেন শ্মশানের নিস্তব্ধতা বিরাজ করছে! চিনের হুবেই প্রদেশের ইউহান শহরে যখন আক্রান্তের সংখ্যা প্রায় শূন্যে এসে ঠেকেছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। তখন ইটালিতে প্রতিদিনই কয়েক মিনিট অন্তর প্রাণ হারাচ্ছেন একজন করে মানুষ। শুক্রবার যেখানে জানানো হয়েছিল, একদিনে ৬২৭ জন মানুষের প্রাণ হারানোর কথা। সেখানে শনিবার জানানো হল, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৯৩ জনের। আগের দিনের থেকে এক লাফে ১৯.০৬ শতাংশ বেড়েছে মৃত্যুর হার। যা দেখে কেঁপে উঠছে গোটা বিশ্ব।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.