Advertisement
Advertisement

ধর্ষণ কাণ্ডে আরও চাপে রোনাল্ডো, এবার পুলিশি জেরার মুখে!

মাঠে গোল, মাঠের বাইরে বিতর্ক।

Cops may grill Cristiano Ronaldo in rape case
Published by: Subhajit Mandal
  • Posted:October 7, 2018 1:57 pm
  • Updated:October 7, 2018 1:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঠের বাইরে যতই বিতর্ক থাক, মাঠের মধ্যে এখনও চেনা ফর্মেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শনিবার নতুন মোড় নেয় রোনাল্ডোর বিরুদ্ধে যৌন হেনস্থার বিতর্ক । জল্পনা তুঙ্গে-পুলিশি জেরার মুখে পড়তে চলেছেন সিআর সেভেন। কিন্তু বিতর্কে দগ্ধ রোনাল্ডো জুভেন্তাসের হয়ে উপহার দিলেন দুরন্ত পারফরম্যান্স। শনিবার রাতে উদিনেসেকে ২-০ হারাল জুভেন্তাস। সিরি আ টেবলের শীর্ষে থাকল। যে ম্যাচে জুভেন্তাসের দ্বিতীয় গোলটা রোনাল্ডোর।

[ধর্ষণে অভিযোগের জের, পরের দুই ম্যাচে বাদ রোনাল্ডো]

গত কয়েকদিনে অবশ্য রোনাল্ডোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে উত্তাল গোটা ফুটবলবিশ্ব। ক্যাথরিন মায়োরগা নামক মহিলার মতে ২০০৯-এ লাস ভেগাসের এক নাইট ক্লাবে তাঁকে ধর্ষণ করেছিলেন রোনাল্ডো। এক মার্কিন গোয়েন্দার এদিন দাবি, সেই বিতর্কের জেরে এবার হয়তো লাস ভেগাস পুলিশের জেরার মুখে পড়তে চলেছেন রোনাল্ডো। এই গোয়েন্দাটি এক হাজারেরও উপর যৌন হেনস্থা মামলার তদন্ত করেছেন। যিনি জানিয়েছেন, খুব শীঘ্রই হয়তো রোনাল্ডোকে পুলিশি জেরার মুখে পড়তে হবে। কয়েকদিন আগে লাস ভেগাস পুলিশ জানিয়ে দেয়, তাঁরা ওই মামলার ফের তদন্ত করে দেখবে। শোনা যাচ্ছে, সেই রাতে রোনাল্ডোর সঙ্গে নাইট ক্লাবে উপস্থিত বন্ধুদেরও জেরা করা হবে।

Advertisement

শুধুমাত্র লাস ভেগাস পুলিশ নয়। মার্কিন গোয়েন্দাদেরও দায়িত্ব দেওয়া হয়েছে তদন্তের। সাম্প্রতিককালে গোয়েন্দারা এক নতুন পদ্ধতি আবিষ্কার করেছেন এই সমস্ত মামলা সমাধানের। যার নাম ‘নিউরোবায়োলজিকাল ট্রমা’। যে পদ্ধতির সাহায্য নিয়েই মায়োরগাকে সেই বিশেষ রাতের স্মৃতিগুলো ফেরানোর চেষ্টায় থাকবেন গোয়েন্দারা। যাতে তাঁরা জানতে পারেন ঠিক কী হয়েছিল? গত সপ্তাহে আদালতে রোনাল্ডোর বিরুদ্ধে সরকারি মামলা দায়ের করেন মায়োরগার আইনজীবী। যাঁর কয়েক ঘণ্টার মধ্যেই অভিযোগ অস্বীকার করে নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ভিডিও পোস্ট করেন রোনাল্ডো। যেখানে তিনি বলেন, ‘সব মিথ্যে খবর। সব মিথ্যে।’

[ধর্ষণ কাণ্ডে আরও বিপাকে রোনাল্ডো, চুক্তি বাতিল করতে পারে স্পনসররা]

কিন্তু সিআর সেভেন যতই নিজেকে নির্দোষ বলে দাবি করুন। মায়োরগার আইনজীবীরা জানিয়েছেন, সেই সময় ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য তাঁদের মক্কেলকে টাকাও দিয়েছিলেন পাঁচ বার ব্যালন ডি’ওর জয়ী ফুটবলার। বিতর্কের জেরে পর্তুগিজ মহাতারকার প্রধান স্পনসর নাইকি জানিয়েছিল, তারা গোটা বিতর্কে খুব চিন্তিত। এ বার রোনাল্ডোর আর এক স্পনসর ‘ইএ’ তাঁর ছবি সরিয়ে দিল নিজেদের টুইটার অ্যাকাউন্ট থেকে। যারপর প্রশ্ন উঠছে, তা হলে কি ‘ইএ’ রোনাল্ডোকে আর তাদের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর রাখবে না? রোনাল্ডোর যৌন বিতর্কের প্রভাব পড়ছে জুভেন্তাসের মার্কেট শেয়ারের উপরও। স্টক মার্কেটে ক্লাবের শেয়ার দশ শতাংশ নেমেছে। তাতেও রোনাল্ডোর পাশে দাঁড়িয়েছে তাঁর নতুন ইতালীয় ক্লাব। জুভেন্তাসের টুইটারে লেখা হয় পোস্ট করা হয়, রোনাল্ডোর পেশাদারিত্বের প্রতি তাদের শ্রদ্ধা আছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement