Advertisement
Advertisement

Breaking News

Copa América 2024

দুর্দান্ত মাঝমাঠ, শক্তিশালী আক্রমণভাগ! কোপায় এবারও ফেভারিট মেসির আর্জেন্টিনা

আর্জেন্টিনা দলের সবচেয়ে বড় শক্তির নাম লিওনেল মেসি। বয়স বাড়লেও মেসি এখনও বিশ্বের অন্যতম সেরা ফুটবলার।

Copa Amreica 2024: Team Profile of Argentina
Published by: Subhajit Mandal
  • Posted:June 19, 2024 7:03 pm
  • Updated:June 19, 2024 9:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বজয়ের স্বপ্নপূরণের দুবছরের মধ্যে আরও একটি বড় টুর্নামেন্ট। কোপা আমেরিকায় ফেভারিট হিসাবেই নামছে লিওনেল মেসির আর্জেন্টিনা (Argentina)। বাইশের বিশ্বজয়ী দলের অধিকাংশ সদস্যই এবারের আর্জেন্টিনা দলে রয়েছেন। কোপাতে আর্জেন্টিনা নামছে গতবারের চ্যাম্পিয়ন হিসাবেই। তবে দলের সবার বয়স বেড়েছে। বদলে গিয়েছে খেলার ধরনও। এবারের কোপায় কি ফিরবে একুশের স্মৃতি।

গ্রুপ A
ফিফা র‍্যাঙ্কিং ১
কোচ:
লিওনেল স্কালোনি: বিশ্বজয়ী কোচ। আলাদা করে তাঁকে নিয়ে বলার নেই। তবে কোপার পর মেসিদের হেডস্যর হিসাবে স্কালোনি থাকবেন কিনা সেটা নিয়ে অনিশ্চয়তা আছে। যদি সত্যিই কোপা স্কালোনির (Leonel Scaloni) শেষ টুর্নামেন্ট হয়, তাহলে শেষটা চ্যাম্পিয়ন হয়েই করতে চাইবেন তিনি।

Advertisement

শক্তি: আর্জেন্টিনা দলের সবচেয়ে বড় শক্তির নাম লিওনেল মেসি (Leo Messi)। বয়স বাড়লেও মেসি এখনও বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। তবে মেসিই এই আর্জেন্টিনার একমাত্র শক্তি নন। আলবেসেলেটদের মাঝমাঠ এই মুহূর্তে একঝাঁক তরুণ এবং প্রতিভাবান ফুটবলার দিয়ে সাজানো। আক্রমণভাগও শক্তিশালী। এমি মার্টিনেজের মতো দক্ষ গোলরক্ষক দাঁড়াবেন তেকাঠির নিচে। আর্জেন্টিনার আরও একটি শক্তির জায়গা হল রিজার্ভ বেঞ্চ। প্রথম একাদশে তো বটেই রিজার্ভ বেঞ্চেও এমন কিছু ফুটবলার আছেন যারা যে কোনও সময় ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন।

দুর্বলতা: এমনিতে খাতায় কলমে আর্জেন্টিনা কোপার নিরিখে অন্যতম সেরা দল। দলের বিরাট কোনও দুর্বলতা চোখে পড়ে না। তবে দুই উইংব্যাকের অনভিজ্ঞতা ভোগাতে পারে স্কালোনিকে। আরও একটা সমস্যায় পড়তে পারে নীল-সাদা ব্রিগেড। সেটা হল অতিরিক্ত মেসি নির্ভরতা। মহাতারকার ওয়ার্কলোড ম্যানেজ করাটাও এবার চ্যালেঞ্জ স্কালোনির।

এক্স ফ্যাক্টর:
এমি মার্টিনেজ: বাইশের বিশ্বকাপে আর্জেন্টিনাকে বহুবার অবশ্যম্ভাবী বিপদ থেকে বাঁচিয়েছেন এমি। এবারেও মেসিদের এক্স ফ্যাক্টর মার্টিনেজই।

সম্ভাব্য প্রথম একাদশ:
এমি মার্টিনেজ
নাহুয়েল মোলিনা
ক্রিশ্চিয়ান রোমেরো
নিকোলাস ওটামেন্দি
নিকোলাস ত্যাগলিয়াফিকো
রদ্রিগো ডি পল
এনজো ফার্নান্দেজ
অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার
নিকোলাস গঞ্জালেজ/অ্যাঞ্জেল ডি মারিয়া
লিওনেল মেসি
জুলিয়ান আলভারেজ

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement