Advertisement
Advertisement

Breaking News

Copa America 2024

উরুগুয়ের বিরুদ্ধে ভিনিসিয়াসের অভাব ঢাকাই চ্যালেঞ্জ ব্রাজিলের, ভরসা কি এনড্রিকই?

ভিনিসিয়াসের যোগ্য বিকল্প দলে আছে বলে দাবি কোচ ডোরিভাল জুনিয়রের।

Copa America 2024: Brazil stars prepare for a game against Uruguay
Published by: Subhajit Mandal
  • Posted:July 4, 2024 2:13 pm
  • Updated:July 4, 2024 2:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাপ কমাতে অনেক দলই নিজেদের উপর থেকে ফেভারিট তকমা সরিয়ে দিতে চায়। ভালো খেললেও নিজেদের সেরা মানতে চায় না তারা। বরং অন্য কোনও দলের উচ্ছ্বসিত প্রশংসা শোনা যায় ওই দলের মুখে।

এই যেমন এবারের কোপা আমেরিকায় (Copa America) নিজেদের ফেভারিট মানছে না ব্রাজিল। দলের কেউ কেউ তো প্রকাশ্যেই বলে দিয়েছেন, সম্ভবত প্রথমবার লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ফেভারিট হিসাবে নামছে না ব্রাজিল (Brazil)। তবে এক্ষেত্রে হয়তো তাঁদের এমন ভাবনা বিনয় থেকে আসছে না। তাঁরা দেওয়াল লিখনটা পড়েই ফেলেছেন। এই ব্রাজিল সত্যিই কোপা জয়ের অন্যতম দাবিদার নয়। নয়তো ক্যালিফোর্নিয়ায় ভারতীয় সময় বুধবার ভোরে কলম্বিয়ার সঙ্গে ব্রাজিল যে ১-১ গোলে ড্র করল, তা স্রেফ ভাগ্যের জোরে। কখনও সেলেকাওদের রক্ষাকর্তা হয়ে এল গোল পোস্ট, আবার কখনও ‘VAR’ বাতিল করল কলম্বিয়ার গোল। না হলে অপরাজিত থেকে নকআউটে যাওয়া হত না ব্রাজিলের।

Advertisement

অবশ্য চ্যাম্পিয়ন হওয়া তো দূরের কথা, পাঁচবারের বিশ্বজয়ীরা আদৌ কোপার শেষ চারে যেতে পারবে কি না তা নিয়েও প্রশ্ন উঠছে। কারণ কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের লড়াই উরুগুয়ের বিরুদ্ধে। যাদের বিরুদ্ধে গত অক্টোবরে বিশ্বকাপের (FIFA World Cup) যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে হেরেছে সেলেকাওরা। তাছাড়া এই কোয়ার্টার ফাইনালে তাদের খেলতে হবে ভিনিসিয়াস জুনিয়রকে ছাড়াই। কারণ টানা দ্বিতীয় ম্যাচে হলুদ কার্ড দেখার সুবাদে পরের ম্যাচে স্কোয়াডে রাখা যাবে না এই তরুণ উইঙ্গারকে। এদিন মাত্র ৭ মিনিটেই জেমস রড্রিগেজকে অনাবশ্যক ফাউল করে হলুদ কার্ড দেখেন ভিনিসিয়াস (Vinicious Jr)। তখনই স্পষ্ট হয়ে যায়, পরের ম্যাচে নেই তিনি। এই পরিস্থিতিতে ম্যাচটা জিতলে তাও কিছুটা কম সমস্যা হত ব্রাজিলের। কারণ কলম্বিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলে কোয়ার্টারে তারা খেলত তুলনায় সহজ পানামার বিরুদ্ধে। কিন্তু তা আর হল কোথায়!

[আরও পড়ুন: আড়িয়াদহ কাণ্ডে পুলিশের জালে মূল অভিযুক্ত জয়ন্ত সিং, গ্রেপ্তারি না আত্মসমর্পণ, প্রশ্ন বিরোধীদের]

দলের কিছু সদস্যের কার্ড সমস্যার কথা জানতেন কোচ ডোরিভাল জুনিয়র। এর মধ্যে অন্যতম ভিনিসিয়াস। তার পরও কলম্বিয়া ম্যাচে তাঁকে দলে রাখা প্রসঙ্গে ব্রাজিল কোচ বলছেন, “ম্যাচটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ আমরা আজ জিততে মরিয়া ছিলাম। তাই সেরা দল মাঠে নামিয়েছি।” ভিনিসিয়াসের যোগ্য বিকল্প দলে আছে বলেও দাবি করেছেন তিনি। যদিও এই ম্যাচে তাঁর স্ট্র্যাটেজি নিয়েও প্রশ্ন উঠছে। জিততেই হবে এমন ম্যাচে তিনি ফর্মে থাকা এনড্রিককে (Endrick) মাঠে আনলেন ৮৬ মিনিটে! বয়স মাত্র ১৭ হলেও ইতিমধ্যে স্পেন, ইংল্যান্ড, মেক্সিকোর বিরুদ্ধে গোল করেছেন এই কিশোর ফরওয়ার্ড। তার পরও কেন এনড্রিকের উপর ভরসা রাখছেন না কোচ ডোরিভাল, সেটাই প্রশ্ন!

[আরও পড়ুন: বিশ্বজয়ীদের ঘরে ফেরা LIVE UPDATE: বিশেষ জার্সি পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রোহিত-বিরাটদের]

ব্রাজিল কোচ অবশ্য প্রথমার্ধে পেনাল্টি না পাওয়ার অভিযোগ তুলেছেন। প্রথমার্ধে কলম্বিয়া বক্সে ভিনিসিয়াসকে ফাউল করা হলেও রেফারি তা উপেক্ষা করেছেন বলে দাবি ডোরিভালের। তিনি বলেছেন, “একটা সময় আমরা ২-০ এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলাম। সেটা হলে কলম্বিয়া এতটা ডিফেন্সিভ খেলতে পারত না। খেলা অনেকটাই ওপেন হত। আর আমরা সেই পরিস্থিতির সুযোগ নিতে পারতাম। ঠিক তার পরই ম্যাচে সমতা ফেরে। ওই সিদ্ধান্তটাই শেষ পর্যন্ত তফাত গড়ে দিয়েছে।” দল বাকি সময় কেন ব্যর্থ, সে জবাব দেননি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement