Advertisement
Advertisement
Endrick

১৭ বছরেই হাতে ৩৭ লক্ষের ব্যাগ-সুটকেস! চর্চায় ব্রাজিলের ‘বিস্ময় প্রতিভা’র বিলাসবহুল জীবন

মাঠে নামার আগেই আলোচনার কেন্দ্রে ব্রাজিলের নতুন তারকা।

Copa America 2024: Brazil football star Endrick show offs his 37 lakhs suitcase

এনড্রিকের এই ব্যাগ নিয়েই চর্চা।

Published by: Arpan Das
  • Posted:June 22, 2024 4:46 pm
  • Updated:June 22, 2024 4:48 pm

স্টাফ রিপোর্টার: ব্রাজিলের উঠতি তারকা এনড্রিক (Endrick) যে সুটকেস নিয়ে ঘোরেন, যে ট্রাভেল ব‌্যাগটা তাঁর সঙ্গে থাকতে, তার দাম ঠিক কত হতে পারে? কী পাঠক, কোনও আন্দাজ আছে?
সামান‌্য, অতীব সামান‌্য! সম্মিলিত ভাবে মাত্র ৪৪ হাজার মার্কিন ডলার! ভারতীয় মুদ্রায় ছত্রিশ লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা!
ভারতীয় সময় শুক্রবার ভোর থেকে শুরু হয়ে গেল কোপা আমেরিকা (Copa America 2024)। প্রথম ম‌্যাচে কানাডাকে ২-০ গোলে হারাল লিওনেল মেসির আর্জেন্টিনা। কোপার আর এক শক্তিধর টিম ব্রাজিল নামছে আগামী ২৫ জুন। কোস্টা রিকা ম‌্যাচ দিয়ে অভিযান শুরু হচ্ছে তাদের। এবারের কোপায় সতেরো বছরের এনড্রিক কেমন করেন, তা নিয়ে একটা আগাম আগ্রহ তৈরি হয়েছে। কারণ, দুবছর পরেই বিশ্বকাপ। অনেক ফুটবল বিশেষজ্ঞের মতে, আগামী বিশ্বকাপে এনড্রিকই ব্রাজিলের আক্রমণভাগের অন‌্যতম প্রধান ভরসা হবেন। এবারের কোপা আমেরিকা যাঁর প্রথম বড় টুর্নামেন্ট। কিন্তু এনড্রিক মাঠে নামার আগেই চর্চায় তাঁর সুটকেস থেকে ট্রাভেল ব‌্যাগ।

[আরও পড়ুন: দলবদলের বাজারে ফের চমক লাল-হলুদের, প্রতিভাবান আইএসএল চ্যাম্পিয়নকে তুলে নিল ইস্টবেঙ্গল]

কোপা আমেরিকার কারণে গত বেশ কিছু দিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের অরল‌্যান্ডোতে ছাউনি ফেলেছে ব্রাজিল। কিন্তু কোস্টারিকার বিরুদ্ধে পাঁচ বারের বিশ্বজয়ীদের খেলা লস অ‌্যাঞ্জেলেসে। সেই ম‌্যাচ খেলতে শুক্রবার লস অ‌্যাঞ্জেলেস রওনা হয়ে গেল ব্রাজিল। ফ্লাইটে ওঠার সময়ই এনড্রিকের ব‌্যাগ-সুটকেস প্রচারমাধ‌্যমের নজরে আসে। দু’টোই বহুমূল‌্য বিদেশি ব্র‌্যান্ডের। হিসেব করে দেখা যাচ্ছে, যার সম্মিলিত দাম প্রায় সাঁইত্রিশ লক্ষ টাকা!

Advertisement

[আরও পড়ুন: ভারতীয় ক্রিকেটের জন্য সুখবর! চোট সারিয়ে অনুশীলনে শামি, জাতীয় দলে ফিরবেন কবে?]

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ