ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবারের কোপা আমেরিকায় (Copa America 2021) স্বপ্নের ফর্মেই রয়েছে আর্জেন্টিনা। সুন্দর আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে যারা বিপক্ষকে নাস্তানাবুদ করছে। বুধবার ভোরে কোপার সেমিফাইনালে অপ্রতিরোধ্য সেই আর্জেন্টিনার (Argentina) সামনে কলম্বিয়া। স্বাভাবিকভাবেই ধরা হচ্ছে লা অ্যালবিসেলেস্তেরাই ফেভারিট। কিন্তু হঠাৎই স্বস্তির আবহে দেখা গেল টেনশনের চোরাস্রোত। চিন্তা আবার দলের দশ নম্বর জার্সিধারী সেই মহাতারকাকে নিয়ে। হ্যাঁ, লিওনেল মেসি (Lionel Messi)।
ঘটনাটা কী? শেষ আটে ইকুয়েডরের বিরুদ্ধে আর্জেন্টিনার বিধ্বংসী ৩-০ জয়ের পিছনে অন্যতম প্রধান কারিগর ছিলেন মেসি। অনবদ্য ফ্রি-কিকে গোল করেন। উপহার দেন ‘মেসিচিত’ সমস্ত সুন্দর মুহূর্তও। ম্যাচ শেষে তখন প্রতিটা সতীর্থই ছ’বারের ব্যালন ডি’অরজয়ী ফুটবলারের পিঠ চাপড়াতে ব্যস্ত ছিলেন। দলের কিট (ইকুয়েপমেন্ট) ম্যানেজার মারিও ডি’স্তেফানোও নিছক ভক্তের মতোই মেসিকে জড়িয়ে ধরেন। আর জড়িয়ে ধরতে গিয়েই ভুলবশত মাথা দিয়ে মেসির মুখে গুঁতো মেরে বসেন। সৌভাগ্যবশত বড় রকমের চোটের হাত থেকে বাঁচলেন ফুটবল-ঈশ্বর। কিন্তু ভিডিও ভাইরাল হতেই ডি’স্তেফানোকে সমালোচনায় বিদ্ধ করা হয়। এক জনৈক আর্জেন্টাইন ভক্ত যেমন লিখলেন, “আমাদের দলের কিট ম্যানেজার এটা ঠিক করেনি। মেসি বড় চোট পেতে পারত। ভবিষ্যতে আশা করছি এমন যাতে না হয়।”
Amores que duelen 😂 ¡Más cuidado con el 🔟🇦🇷!
🇦🇷 Argentina 🆚 Ecuador 🇪🇨#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/Vcbj8usE4s
— Copa América (@CopaAmerica) July 4, 2021
যা খবর তাতে পরে নাকি অনিচ্ছাকৃত ভুলের জন্য মেসির কাছে ক্ষমা চেয়েছেন ডি’স্তেফানো। ফুটবল-ঈশ্বরও নাকি ঘটনা ভুলে আবার কলম্বিয়া ম্যাচেই মন দিচ্ছেন। সতীর্থদের নাকি মেসি বলেছেন তিনি অযথা এটা নিয়ে বিতর্ক তৈরি করতে চান না। আপাতত মাঠের বাইরের বিতর্ক ভুলে মাঠের লড়াইকেই পাখির চোখ করছেন তিনি। কারণ কলম্বিয়াকে হারাতে পারলেই ট্রফি জয়ের আশা আরও উজ্জ্বল হবে আর্জেন্টিনার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.