সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এযেন গোলের ফুলঝুরি। প্রতিপক্ষের ডিফেন্স নিয়ে ছিনিমিনি খেলা। টানা ৯০ মিনিট ঘরের মাঠে নিজেদের শক্তি আর দম্ভের প্রতিষ্ঠা। ভেনেজুয়েলার বিরুদ্ধে গত ম্যাচে VAR-এর নজরদারিতে তিন-তিনবার গোল হাতছাড়া হয়েছিল। পয়েন্ট নষ্ট করেই মাঠ ছাড়তে হয়েছিল তিতের ছেলেদের। সেই রাগই রবিবার যেন খেলার মধ্যে দিয়ে উগরে দিলেন ফিরমিনো, উইলিয়ানরা। ৫-০ গোলে পেরুকে উড়িয়ে চলতি কোপা আমেরিকার শেষ আটে পৌঁছে গেল হোম ফেভরিট ব্রাজিল।
দলে নেইমার নেই। সে বাস্তব মেনে নিয়েই যেন আরও সাজানো-গোছানো সেলেকাও বাহিনী। দলের প্রত্যেকেই জানেন, জয়ের জন্য কোনও একজনের উপর ভরসা করলে চলবে না। তাই প্রত্যেকেই নিজের সেরাটা উজাড় করে দিচ্ছেন। যার প্রতিফলন ঘটল রবিবারও। শুরু থেকেই আক্রমণের ঝাঁজ বাড়িয়ে পেরুকে চাপে ফেলে দিলেন পেলের দেশের তারকারা। সাফল্য এল মাত্র ১২ মিনিটেই। ক্যাসেমিরোর গোলে এগিয়ে যায় ব্রাজিল। মিনিট সাতেক পরই ব্যবধান বাড়ান রবার্তো ফিরমিনো। লিভারপুল ফরোয়ার্ডকে রোখার হাজার চেষ্টা করেও ব্যর্থ হন প্রতিপক্ষের গোলকিপার। ধোপে টেকেনি ডিফেন্সের মার্কিংও। দুগোলে পিছিয়ে পড়ে যখন একপ্রকার কোণঠাসা পেরু, ঠিক সেই সময় বক্সের বাঁ-দিক থেকে এসে দুরন্ত লো শটে ব্যবধান আরও বাড়িয়ে দিলেন ম্যাচের সেরা এভারটন।
এদিন কোচ তিতেকে স্বস্তি দিল আরেকটি বিষয়। প্রথমার্ধে ৩-০ এগিয়ে গিয়ে খেলোয়াড়দের মধ্যে গা ছাড়া ভাব বা অতিরিক্ত আত্মবিশ্বাস গ্রাস করেনি। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও ক্ষুধার্থ সিংহের মতোই পেরুর ডেরায় ঢুকে একের পর এক শিকার চালালেন ব্রাজিলীয়রা। আর তাতেই এল বিরাট জয়। দলের চতুর্থ ও পঞ্চম গোল দানি অ্যালভিস এবং পরিবর্ত হিসেবে নামা উইলিয়ানের। তবে গ্যাব্রিয়াল জেসুসের শট প্রতিপক্ষ আটকাতে না পারলে আরও বড় ব্যবধানে জিতত ব্রাজিল। গ্রুপ এ-র শীর্ষে থেকেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ফিরমিনোরা। বৃহস্পতিবার শেষ আটের লড়াইয়ে এমন মারকাটারি ধারাবাহিকতাই তাঁরা বজায় রাখতে পারেন কি না, সেটাই দেখার।
90 ‘FIM DO JOGO
🇵🇪 0-5 🇧🇷Baixe o APP oficial da @CONMEBOL #CopaAmerica e não perca nenhum detalhe: https://t.co/mYYF6r9PXt pic.twitter.com/7bNJWObw1u
— Copa América (@CopaAmerica) June 22, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.