Advertisement
Advertisement

Breaking News

Santosh Trophy

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, সন্তোষজয়ী ফুটবলারদের হাতে তুলে দিলেন সরকারি চাকরির নিয়োগপত্র

সন্তোষ ট্রফি জয়ের পরই বাংলার ফুটবলারদের সরকারি চাকরি দেওয়ার ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

CM Mamata Banerjee gives appointment letter to Santosh Trophy winner Bengal footballers at Nabanna

বাংলার কোচ সঞ্জয় সেনকে সংবর্ধনা মুখ্যমন্ত্রীর।

Published by: Arpan Das
  • Posted:January 8, 2025 12:53 pm
  • Updated:January 8, 2025 6:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডিজিটাল: মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন সন্তোষ কাপ জয়ী বঙ্গ ফুটবলারদের সরকারি চাকরি দেওয়া হবে। সেই অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া শুরুও হয়ে যায়। শনিবার আইএফএ দপ্তরে সরকারি কাগজপত্রে সই করেন ফুটবলাররা। আর বুধবার ধনধান্য অডিটোরিয়ামে মহা সমারোহে তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সঞ্জয় সেনের কোচিংয়ে দীর্ঘদিন পর সন্তোষ ট্রফি জিতেছে বাংলা। তারপরই মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, ‘রবি হাঁসদার দুরন্ত গোলে জয় নিশ্চিত হল, যিনি টুর্নামেন্টে সর্বাধিক ১৩টি গোল করে গোল্ডেন বুট পেয়েছেন। কোচ সঞ্জয় সেনকে আন্তরিক অভিনন্দন।’ পরে তাঁদের সঙ্গে নবান্নে দেখাও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৫০ লক্ষ টাকা আর্থিক পুরস্কারও ঘোষণা করেন। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে নির্দেশ দিয়েছিলেন সবার সরকারি চাকরির ব্যবস্থা করার জন্য।

Advertisement

তার নিয়োগ প্রক্রিয়া আগেই শুরু হয়ে গিয়েছিল। যখন তাঁদের নিয়োগ প্রক্রিয়া চলছিল, তখন অনেকেই বিশ্বাস করতে পারেননি, এত দ্রুত সমস্ত কাজ হয়ে যাবে। এবার স্বয়ং মুখ্যমন্ত্রী বাংলার ফুটবলারদের হাতে নিয়োগপত্র তুলে দিলেন। এদিন দুপুরে ধনধান্য অডিটোরিয়ামে সন্তোষজয়ী ফুটবলারদের স্বপ্ন বাস্তবে পরিণত হল। কোচ সঞ্জয় সেনের সঙ্গে উপস্থিত ছিলেন প্রায় সব ফুটবলাররা। অধিনায়ক চাকু মান্ডি, সৌরভ সামন্ত, আদিত্য পাত্র। পাশে উপস্থিত ছিলেন দেব, জুন মালিয়ারা। ফুটবলাররা পুলিশে চাকরি পাচ্ছেন। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সাব-ইন্সপেক্টর ও কনস্টেবলের পদে চাকরি দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, সন্তোষ ট্রফির ফাইনালে কেরলকে হারিয়েছিল সঞ্জয় সেনের দল। এই নিয়ে ৩৩বার ভারতসেরা হল বাংলা। ফাইনালে জয়সূচক গোলটি করেন রবি হাঁসদা। হায়দরাবাদ থেকে রাজ্যে ফেরার পর বিমানবন্দরে তাঁদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement