Advertisement
Advertisement
Kalinga Super Cup

‘যন্ত্রণা পেয়েছিলাম, আজ খুশি’, সুপার কাপ জিতে উচ্ছ্বসিত ক্যাপ্টেন ক্লেটন

ক্লেটনের গোলেই সুপার কাপ জিতেছে ইস্টবেঙ্গল।

Cleiton Silva reaction after East Bengal win Kalinga Super Cup | Sangbad Pratidin

নিজস্ব চিত্র।

Published by: Anwesha Adhikary
  • Posted:January 28, 2024 11:07 pm
  • Updated:January 28, 2024 11:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডুরান্ড কাপ ফাইনালে মোহনবাগানের কাছে হারে মন ভেঙেছিল। কিন্তু সেই হারের ক্ষতে মলম লাগাল কলিঙ্গ সুপার কাপ (Kalinga Super Cup)। ১২ বছর পরে ট্রফি জিতে এটাই কোটি কোটি লাল হলুদ সমর্থকের মনের কথা। সেই কথাই শোনা গেল অধিনায়কের গলাতেও। সুপার কাপ জিতে ক্লেটন সিলভা সাফ জানালেন, ডুরান্ড হারে মন ভাঙলেও থেমে থাকেনি দল। আজ ট্রফি জিতে খুব খুশি তিনি। 

[আরও পড়ুন: সুপার কাপে শাপমুক্তি, এক যুগ পরে ট্রফি এল ইস্টবেঙ্গলের ঘরে]

কলিঙ্গ সুপার কাপের শুরু থেকেই দাপট দেখিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। তার অন্যতম কারণ ক্লেটন (Cleiton Silva) নিজেই। মরশুমের শুরু থেকে সেভাবে তাঁর ম্যাজিক দেখতে পায়নি ইস্টবেঙ্গল সমর্থকরা। কিন্তু সুপার কাপের প্রতিটা ম্যাচেই দলের জয়ে অবদান রেখেছেন। গোল পেয়েছেন ডার্বিতেও। ১২ বছর পরে ক্লাবের হাতে ট্রফি তুলে দিয়ে অধিনায়ক বলছেন, “গত কয়েকমাসে সেভাবে ভালো খেলতে পারছিলাম না। তবে তার পর আমার পরিবার এসেছে এখানে। ওদের সমর্থন পেয়ে আমি আরও ভালো খেলতে পারছি। মাঠে নেমে আরও উন্নতি করতে পারছি।” 

Advertisement

ক্লেটনের গোলেই তো শেষ হল দীর্ঘ এক যুগের অপেক্ষা। জেতা ম্যাচ নির্ধারিত সময়ের শেষে ড্র হওয়ার পরে তো তিনিই বাঁচিয়ে রেখেছিলেন আশার মশাল। ১১১ মিনিটে দুর্দান্ত গোল করে ট্রফির গায়ে খোদাই করে দিলেন ইস্টবেঙ্গলের নাম। ম্যাচ শেষে অধিনায়কের অকপট স্বীকারোক্তি, “ডুরান্ডের ফাইনালে উঠেও মোহনবাগানের কাছে হারটা খুব যন্ত্রণার ছিল। তবে আজকে জিততে পেরে খুব খুশি। দলের সকলের কাছেই গুরুত্বপূর্ণ এই জয়।”  

[আরও পড়ুন: ইংল্যান্ডের কাছে হারের ধাক্কা, WTC পয়েন্ট তালিকায় বাংলাদেশেরও নীচে ভারত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement