Advertisement
Advertisement
Mohun Bagan club

নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন মোহনবাগানে ধুন্ধুমার, সংঘর্ষে আহত ৩

রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়।

Clash outside Mohun Bagan club, three injured | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:March 12, 2022 6:00 pm
  • Updated:March 12, 2022 6:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ধুন্ধুমার কাণ্ড ঐতিহ্যবাহী ক্লাব মোহনবাগানে। মূল গেটের বাইরে দুই পক্ষের ধস্তাধস্তি ও মারামারিতে রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। কে বা কারা এই সংঘর্ষে জড়াল, তা খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছেছে ময়দান থানার পুলিশ।

মোহনবাগান ক্লাবে (Mohun Bagan) সামনেই নির্বাচন হওয়ার কথা ছিল। তার জন্য আজ, শনিবারই ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। যার জন্য এদিন দুপুর থেকেই গঙ্গাপারের তাঁবুতে কর্মকর্তারা আসতে শুরু করেন। ভিড় জমান সদস্য-সমর্থকরাও। কিন্তু বেলা খানিকটা গড়াতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ক্লাবের গেটের ঠিক বাইরে দুই পক্ষের মধ্যে শুরু হয়ে যায় সংঘর্ষ। দেখা যায়, ক্রিকেট ব্যাট নিয়ে এক ব্যক্তি তেড়ে যান আর একজনের দিকে। অন্য এক ব্যক্তির হাতে আবার দেখা যায় উইকেট। রীতিমতো মারধর করা হয় অনেককে। পুলিশ সূত্রে খবর, ব্যাট ও উইককেটের আঘাতে মুখ ফেটে যায় একজনের। রক্তাক্ত অবস্থায় মোট তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন তাঁরা।

Advertisement

[আরও পড়ুন: প্রতীক্ষার অবসান, আসন্ন আইপিএলের জন্য নয়া অধিনায়কের নাম ঘোষণা করল RCB]

ক্লাবের গেটের বাইরে থাকা মোহনবাগানের প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায়ের গাড়িটিও ভাঙচুর করা হয়। তবে ক্লাবের ভিতর এর কোনও আঁচ পড়েনি বলেই জানা গিয়েছে। 

কিন্তু মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ক্লাবের গেটের বাইরে এমন ভয়ংকর ঘটনা কেন ঘটল? কারাই বা সংঘর্ষে জড়ালেন? ক্লাবকর্তা দেবাশিস দত্ত জানাচ্ছেন, এই ঘটনার সঙ্গে ক্লাবের কোনও সম্পর্ক নেই। এটা সম্পূর্ণ বাইরের ঘটনা। এ বিষয়ে তাঁদের তরফে ময়দান থানায় খবর দেওয়া হয়েছে। পুলিশই গোটা ঘটনা খতিয়ে দেখবে।

উল্লেখ্য, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনও প্রতিপক্ষ হিসেবে কোনও নাম জমা না পড়ায় বিনাপ্রতিদ্বন্দ্বিতাতেই এবার সচিব ও অন্যান্য পদে নয়া নাম বেছে নেওয়া হবে বলে খবর।

[আরও পড়ুন: স্মৃতি-হরমনপ্রীতের পর এবার রেকর্ড ঝুলনের, মহিলা বিশ্বকাপএ ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল ভারত]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement