আবার বিতর্কে জড়ালেন রঞ্জিত বাজাজ। ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের একবার বর্ণবিদ্বেষমূলক (Racism) মন্তব্যে তোলপাড় ভারতীয় ফুটবল (Indian Football)। এবার এই ইস্যুতে নাম জড়াল বহু বিতর্কিত রঞ্জিত বাজাজের (Ranjit Bajaj)। দিল্লি এফসি-র (Delhi FC) কর্ণধারের বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি ডুরান্ড কাপের (Durand Cup 2023) ম্য়াচে চেন্নাইয়ন এফসি-র (Chennaiyin FC) কোচ ওয়েন কোয়েলকে (Owen Coyle) উদ্দেশ্য করে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করেছেন। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) কাছে এই মর্মে অভিযোগ জানিয়েছে চেন্নাইয়ন। এমনকি বিতর্কিত ফুটবল কর্তা রঞ্জিত বাজাজের বিরুদ্ধে ডুরান্ড কাপের আয়োজকদের কাছেও অভিযোগ দায়ের করা হয়েছে।
চলতি ডুরান্ড কাপে চেন্নাইয়ন বনাম দিল্লি-র মধ্যে ম্যাচের পর ঘটনাটি ঘটে বলে অভিযোগে বলা হয়েছে। সেই ম্যাচটি চেন্নাইয়ন ২-১ গোলে জিতে যায়। ওয়েন কোয়েল ভারতে এসে ডুরান্ড কাপে চেন্নাইয়ন-র দায়িত্ব নেন। ইতিমধ্যেই গ্রুপস্তরের সব ম্য়াচ জিতে দক্ষিণের এই দল নকআউট পর্ব নিশ্চিত করেছে। তাদের অভিযোগ দিল্লি-র বিরুদ্ধে ম্যাচের ৯২ মিনিটে ঘটনাটি ঘটে। সেই সময় ম্যাচের রেফারি দুই দলের বেঞ্চের দিকেই হলুদ কার্ড দেখান। চেন্নাইয়ন অভিযোগে বলে দুই দলের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর রঞ্জিত বাজাজ ওয়েন কোয়েলকে লক্ষ্য করে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করেন।
যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন রঞ্জিত বাজাজ। বরং তাঁর দাবি, “ওয়েন কোয়েলের বিরুদ্ধে মোটেও বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করিনি। ওয়েন এবং ওর সহকারি কোচ আমাকে লক্ষ্য করে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করেছিল। আমি এই বিষয়ে ম্যাচ অফিসিয়ালদের কাছে অভিযোগ করেছি। যদি এআইএফএফ রেফারির সঙ্গে কথা বলে তাহলে ওরা বুঝবে দোষটা কার। ওরা কটূ কথা বলে হলুদ কার্ড দেখার পরেও কোনও পদক্ষেপ করেনি। এই জন্য আমি বলি আমাদের বেঞ্চ লক্ষ্য করে কোনও কটূ কথা না বলতে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.